অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম মহিলা ভাইস চ্যান্সলর পাওয়ার পথে

পৃথিবীর প্রাচীনতম ইংরেজি ভাষার বিশ্ববিদ্যালয় প্রথম মহিলা প্রধান পেতে চলেছে।  

Updated By: May 29, 2015, 12:27 PM IST
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম মহিলা ভাইস চ্যান্সলর পাওয়ার পথে

ওয়েব ডেস্ক: পৃথিবীর প্রাচীনতম ইংরেজি ভাষার বিশ্ববিদ্যালয় প্রথম মহিলা প্রধান পেতে চলেছে।  

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে চলেছেন প্রফেসর লুইসি রিচার্ডসন। ডঃ রির্চাডসন বর্তমানে সেন্ট আন্ড্রুউস বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপল ও ভাইস চ্যান্সেলরের পদে কর্মরত।

১৯ শতকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য প্রথম কলেজ তৈরি হয়। ১৯২০ সালে মহিলারা প্রথম পূর্ণ সদস্যের মর্যাদা পান।

১৯৭৪ সালে ব্রাসেনোস, জেসাস কলেজ, ওয়াধাম, হার্টফোর্ড ও সেন্ট ক্যাথেরিন এই পাঁচটি ছেলেদের কলেজের দরজা ছাত্রীদের জন্যও অবারিত করা হয়।

সেন্ট হিলডা'স কলেজ অক্সফোর্ডের শেষ লিঙ্গ ভিত্তিক কলেজ ছিল। ২০০৮ সাল থেকে এই কলেজটিকেও কোয়েট করা হয়।

এই মুহূর্তে অক্সফোর্ডের বিভিন্ন কলেজে মোট ১১জন মহিলা প্রধান আছেন।

পৃথিবীর বহু গণ্যমান্য ব্যক্তি এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। এই বিশ্ববিদ্যালয় ২২জন পড়ুয়া পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছেন।

১৮৭১ সাল থেকে ভারতীয়রা অক্সফোর্ডে পড়তে যাচ্ছেন। অমর্ত্য সেন, সি এন আর রাওয়ের মত ব্যক্তিত্বরা এই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করেছেন দীর্ঘদিন।

প্রফেসর লুইসি রিচার্ডসন গত ছ'বছরের বেশি সময় ধরে সন্ত্রাসবাদ ও নিরাপত্তা বিষয়ক ইস্যু নিয়ে গবেষণা করছেন।

এর আগে তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয়েও শিক্ষাকতা করেছেন।

 

 

 

 

.