ইউএস লিবার্টি মেডেল সম্মান পেলেন মালালা
নোবেল শান্তি পুরস্কারের পর এবার ইউএস লিবার্টি মেডেল পেলেন মালালা। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কন্সটিটিউশন সেন্টারে এই সম্মান দেওয়া হবে তাঁকে।
ওয়েব ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারের পর এবার ইউএস লিবার্টি মেডেল পেলেন মালালা। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কন্সটিটিউশন সেন্টারে এই সম্মান দেওয়া হবে তাঁকে।
দু'বছর আগে তালিবানের গুলিতে জখম হওয়ার পরও নিজের লড়াই চালিয়ে গিয়েছেন মালালা। লিঙ্গ সাম্য ও মহিলাদের শিক্ষিত করার জন্য তাঁর অরগানাইজেশন মালালা গার্লস চালিয়ে যাচ্ছেন তিনি। সেই কাজের স্বীকৃতি দিতেই গত ১০ অক্টোবর তাঁকে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়। মাত্র ১৭ বছর বয়সে এই সম্মান পেয়ে তিনি এখন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী।
এক মাস আগে লিবার্টি মেডেলের জন্য নির্বাচিত করা হয় মালালাকে। সারা বিশ্বে মু্ক্তির জন্য লড়াই করা মানুষদের প্রতিবছর এই মেডেলে সম্মান জানানো হয়। সপ্তম মেডেলটি উঠল মালার গলায়।