হিটলারকে অনুকরণ করে ছবি, পদত্যাগে বাধ্য জার্মানির ইসলাম বিরোধী সংগঠনের নেতা

Updated By: Jan 22, 2015, 02:41 PM IST
হিটলারকে অনুকরণ করে ছবি, পদত্যাগে বাধ্য জার্মানির ইসলাম বিরোধী সংগঠনের নেতা
Photo courtesy: Reuters

বার্লিন: জার্মানির ক্রমবর্ধমান মুসলিম বিরোধী সংগঠন PEGIDA থেকে বুধবার পদত্যাগ করলেন এই সংগঠনের অন্যতম নেতা লুটজ বাচম্যান। হিটলারের মত অঙ্গভঙ্গী করে একটি ছবি পোস্ট করার পর তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়। উদ্বাস্তুদের প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে এর মধ্যেই মামলা শুরু হয়েছে।

৪১ বছরের এই ব্যক্তির বিরুদ্ধে আগেই চুরির অভিযোগ প্রমাণিত হয়েছিল। বুধবার জার্মানির অন্যতম জনপ্রিয় সংবাদপত্র বিল্ড-এ হিটলারের মত গোঁফ ও চুলের কায়দা সহ বাচম্যানের একটি ছবি প্রকাশিত হয়। অন্য একটি সংবাদপত্র অনুযায়ী উদ্বাস্তুদের 'ফালতু জন্তু' বলেছে এই ব্যক্তি। এরপরেই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। যার জেরে বাধ্য হয় পদত্যাগ করেন বাচম্যান।

PEGIDA-র অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাথরিন ওরটেল অবশ্য জানিয়েছেন বাচম্যানের হিটলার পোজে ছবি তাঁর পদত্যাগের কারণ নয়। বরং ইন্টারনেটে তিনি যে ধরণের বিতর্কিত মন্তব্য করেছেন তার জেরেই সরতে হয়েছে বাচম্যানকে। সংবাদসংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন PEGIDA-র পক্ষ থেকেই বাচম্যানকে পদত্যাগ করতে বলা হয়েছে।

তবে ক্যাথরিন জানিয়েছেন এই পদত্যাগের জন্য PEGIDA মোটেও থেমে থাকছে না।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা বর্ণবিদ্বেষের অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়েছেন বাচম্যান।

 

.