পেজ থ্রি থেকে টপলেস মডেলা বাদ দিল দ্য সান
গত ৪৪ বছর ধরে দ্য সান দৈনিক পত্রিকার লাভের লক্ষ্মী ছিল জনপ্রিয় পেজ থ্রি। সেই পেজ থ্রি বাদ দিতে চলেছে দ্য সান। দ্য টাইমসের কর্ণধার রুপার্ট মারডক জানান, এবার থেকে পেজ থ্রিতে থাকছে না টপলেস মডেলদের ছবি। গত বছরই বহু বছর ধরে চলে আসা এই রীতি "আদ্যিকালের" বলে সমালোচনা করেছিলেন মারডক।
ওয়েব ডেস্ক: গত ৪৪ বছর ধরে দ্য সান দৈনিক পত্রিকার লাভের লক্ষ্মী ছিল জনপ্রিয় পেজ থ্রি। সেই পেজ থ্রি বাদ দিতে চলেছে দ্য সান। দ্য টাইমসের কর্ণধার রুপার্ট মারডক জানান, এবার থেকে পেজ থ্রিতে থাকছে না টপলেস মডেলদের ছবি। গত বছরই বহু বছর ধরে চলে আসা এই রীতি "আদ্যিকালের" বলে সমালোচনা করেছিলেন মারডক।
যদিও সানের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। দৈনিকের সোমবারের সংস্করণের পেজ থ্রিতে ছিল অন্তর্বাস পরণে এক মডেলের ছবি। মঙ্গলবারের সংস্করণে ছিল দুবাই বিচে এক মডেলের ছবি। পরণে বিকিনি। ১৯৭০ সালে প্রথম পেজ থ্রি গার্ল হন ২০ বছরের জার্মান মডেল স্টেফানি রান। ১৯৮০ সালে পেজ থ্রি লঞ্চ করে সামান্থা ফক্সকে, ১৯৯০ সালে কেটি প্রাইসকে।
এখনও পর্যন্ত ২,১৭,০০০ টপলেস মডেল হয়েছেন পেজ থ্রির।