Khaleda Zia: ভুগছেন একাধিক অসুখে, করাতে হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, বিলেত যাচ্ছেন খালেদা জিয়া
Khaleda Zia: খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ম্যাডাম গুলশানের বাসায় আগের মতোই মেডিক্যাল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনার আমলে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি। আওয়ামী লিগের রাজপাট গিয়েছে। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করল বিএনপি। খালেদার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে একটি দূরপাল্লার এয়ার অ্যাম্বুল্যান্সের খোঁজ শুরু করেছে বিএনপি।
আরও পড়ুন-আরজি কর নিয়ে এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ
বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক, নার্স-সহ আত্মীয়-স্বজন যারা যাবেন তাদের নামও জানানো হয়েছে। খালেদার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে লং ডিস্ট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে করে প্রথমে লন্ডন নিয়ে যাওয়া হবে। সেখানে থেকে তাঁকে তৃতীয় কোনও দেশের একটি মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ম্যাডাম গুলশানের বাসায় আগের মতোই মেডিক্যাল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন। বলতে পারেন ওঁর অবস্থা স্থিতিশীল। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এটি যুক্তরাষ্ট্রে মাত্র দু-একটি সেন্টার রয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস-সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা করাতে হয়েছে। গত ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন।
চিকিৎসকরা জানান, বর্তমান শর্ট ডিস্ট্যান্সে ৪ ঘণ্টার যাওয়ার এয়ার অ্যাম্বুল্যান্স রয়েছে যা সিঙ্গাপুর, থাইল্যান্ডে রোগী নিয়ে যাওয়া হয়। কিন্তু লন্ডন যেতে ১৪ ঘণ্টার লং ডিস্ট্যান্স এয়ার অ্যাম্বুল্যান্স পৃথিবী কয়েকটি দেশে রয়েছে সেসব দেশের সঙ্গে চিকিৎসকরা আলোচনাও করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)