Kamala Harris: মাত্র ৮৫ মিনিটের জন্য মার্কিন প্রেসিডেন্ট!

মার্কিন দেশে এই প্রথম প্রেসিডেন্টশিপ সামলালেন কোনও মহিলা।

Updated By: Nov 20, 2021, 02:37 PM IST
Kamala Harris: মাত্র ৮৫ মিনিটের জন্য মার্কিন প্রেসিডেন্ট!

নিজস্ব প্রতিবেদন: ঘণ্টাখানেকের জন্য প্রেসিডেন্ট! তা-ও আবার মার্কিন দেশে। না, কোনও ইভেন্ট নয়, মজাও নয়। ঘোর বাস্তবই। জো বাইডেনের অসুস্থতার জেরে ঘণ্টাখানেকের জন্য সে দেশের প্রশাসনিক শীর্ষে বসলেন কমলা হ্যারিস।

আসলে এ এক প্রকার সাময়িক ক্ষমতা হস্তান্তর। কোলনোস্কোপির চিকিৎসার কারণে বাইডেনকে কিছুক্ষণের জন্য অ্যানাস্থেশিয়ার জেরে অচৈতন্য থাকতে হয়েছিল। সেই পর্বে দেশটির প্রশাসনকে নেতৃত্ব দিলেন কমলা। আর এই ঘটনায় একই সঙ্গে অনেক রেকর্ড করে ফেললেন কমলা। তিনিই হলেন দেশটির প্রথম মহিলা প্রেসিডেন্ট। তিনি ছিলেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট এবার তিনি হলেন প্রথম কোনও দক্ষিণ এশিয়ান প্রেসিডেন্টও।

চিকিৎসা শেষে বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের স্বাস্থ্যের অবস্থা ঠিকঠাক।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: World Children's Day 2021: প্রত্যেক শিশুর জন্য সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার-লগ্ন

.