ডোকা লা ইস্যুতে ভারতের অবস্থানকে সমর্থন জাপানের

Updated By: Aug 18, 2017, 01:36 PM IST
ডোকা লা ইস্যুতে ভারতের অবস্থানকে সমর্থন জাপানের

ওয়েব ডেস্ক : ডোকা লা ইস্যুতে ভারত ও ভুটানকে এবার সমর্থন জাপানের। ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেনজি হিরামাতসু মনে করেন, "ডোকা লা সিকিমের একটি বিতর্কিত অংশ। তাই সেই অংশের আধিপত্য নিয়ে বিনা কারণে লড়াই করা উচিত নয়। অন্তত সেনা সংঘর্ষের তো কোনও জায়গাই নেই।"

আগামী ১৩ থেকে ১৫ই সেপ্টেম্বর ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ঠিক তার আগে সেদেশের রাষ্ট্রদূতের এই মন্তব্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হিরামাতসু ভারতের পাশাপাশি ভুটানেও নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত।

আরও পড়ুন- 'ডোক লায় ভারত প্রাপ্তবয়স্ক, চিন কিশোর,' মত মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞের

গত দু'মাস ধরে ডোকা লা ইস্যুতে টানাপোড়েন দেখা দিয়েছে ভারত ও চিনের মধ্যে। দু'মাস আগে চিনা সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে একটি রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা থেকেই শুরু হয়েছে সম্পর্কে চিড় ধরা। দুই দেশের সেনার মধ্যেই দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সীমান্তে। এমনকি ডোকা লা নিয়ে সীমান্তপার থেকে যুদ্ধের হুমকিও এসেছে।

এই পরিস্থিতিতে ডোকা লা ইস্যুতে জাপানের মন্তব্যকে স্বাগত জানিয়েছে ভারত ও ভুটান।

.