হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করে যৌনদাসী বিক্রি করছে ISIS!
"বয়স মাত্র ১২। এখনও ভার্জিন।" এই বিজ্ঞাপণটি সামনে আসা মাত্রই ওই কিশোরীর দর ওঠে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। অল্প দিনের মধ্যে তাকে আরও ৩ হাজার যৌনদাসীর সঙ্গে বিক্রি করে দেবে ISIS। এরকম ১ জন বা ২ জনই নয়, একই ঘটনা ঘটে চলেছে ইরাক, সিরিয়া বা আফ্রিকা মহাদেশের বিভিন্ন এলাকায়। এই এলাকাগুলিতে সক্রিয় রয়েছে ISIS।
ওয়েব ডেস্ক : "বয়স মাত্র ১২। এখনও ভার্জিন।" এই বিজ্ঞাপণটি সামনে আসা মাত্রই ওই কিশোরীর দর ওঠে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। অল্প দিনের মধ্যে তাকে আরও ৩ হাজার যৌনদাসীর সঙ্গে বিক্রি করে দেবে ISIS। এরকম ১ জন বা ২ জনই নয়, একই ঘটনা ঘটে চলেছে ইরাক, সিরিয়া বা আফ্রিকা মহাদেশের বিভিন্ন এলাকায়। এই এলাকাগুলিতে সক্রিয় রয়েছে ISIS।
আরও পড়ুন-কৌশল বদলাচ্ছে আইএস
জানা যাচ্ছে, বেশ কিছু সময় ধরে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো বিষয়কে হাতিয়ার করে ISIS বিজ্ঞাপণ দিচ্ছে যৌনদাসীদের সম্পর্কে। সেখানে যেন থাকছে ১২ বছরের ওই কিশোরীর মতো আক্রান্তরা, তেমনই থাকছে তরুণী থেকে যুবতীরাও।
২০১৪ সাল থেকে ইরাকে ইয়াজদি সম্প্রদায়ের মহিলাদের বন্দি বানাচ্ছে ISIS। নিজেদের অর্থের যোগান বাড়াতেই সেই মহিলাদের বিক্রির চেষ্টা করছে এই জঙ্গি সংগঠনটি।