ওয়েব ডেস্ক: পাত্রীর বয়স ১২। আর পাত্র। হ্যাঁ, তাও কম করে ৮০ তো হবেই। ১২ বছর বয়সের স্ত্রীকে নিয়ে ফোটো সেশনে গেলেন বৃদ্ধ। তা দেখে সাধারণ মানুষের প্রতিত্রিয়া দেখার মত। এমন ছবি বিশ্বের বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। সবচেয়ে বেশি দেখা যায় লেবাননে। লেবাননে সরকারের মদতে হয় শিশু, বাল্য বিবাহ।

রাষ্ট্রসংঘ এই শিশু বিবাহ বা চাইল্ড ম্যারেজ বন্ধ করতে কোমর বেধে নেমেছে। তাই সাধারণ মানুষের সচেতনার জন্য তৈরি হয়েছে এই বিজ্ঞাপন। লেবানন সরকারের ওপর চাপ তৈরির জন্যই রাষ্ট্রসংঘের এই বিজ্ঞাপন বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপনটি ভাল করে দেখুন, শেয়ার করুন।

 

রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী শিশু বা বাল্য বিবাহ মানবাধিকার লঙ্ঘনের সামিল। অনেক আইনের পরেও রোখা যাচ্ছে না। বিশ্বের বেশ কিছু জায়গায় মাত্র ৯ বছর বয়েসে মেয়েদের বিয়ে দেওয়া হয়।

English Title: 
Old man poses with 12-year-old bride
News Source: 
Home Title: 

১২ বছরের পাত্রীর সঙ্গে ফোটো সেশনে বৃদ্ধ স্বামী, তারপর... (দেখুন ভিডিও)

১২ বছরের পাত্রীর সঙ্গে ফোটো সেশনে বৃদ্ধ স্বামী, তারপর... (দেখুন ভিডিও)
Yes
Is Blog?: 
No