ভারতে তৃতীয় পক্ষের হাতে ইন্দ্রাশীষকে তুলে দিতে পারে আমেরিকা
প্রবাসী বাঙালি দম্পতি দেবাশিস ও পামেলা সাহার একমাত্র সন্তান ইন্দ্রাশিসকে নিরপেক্ষ কোনও ভারতীয় সংস্থার হাতে তুলে দিতে রাজি মার্কিন সরকারের যুব কল্যাণ বিভাগ। তবে, এখনই বাবা মায়ের হাতে বছরখানেকের ইন্দ্রাশিসকে দিতে রাজি নয় তারা।
প্রবাসী বাঙালি দম্পতি দেবাশিস ও পামেলা সাহার একমাত্র সন্তান ইন্দ্রাশিসকে নিরপেক্ষ কোনও ভারতীয় সংস্থার হাতে তুলে দিতে রাজি মার্কিন সরকারের যুব কল্যাণ বিভাগ। তবে, এখনই বাবা মায়ের হাতে বছরখানেকের ইন্দ্রাশিসকে দিতে রাজি নয় তারা।
কিছুদিন আগে, নিউজার্সির বাড়িতে খাট থেকে পড়ে গিয়েছিল ইন্দ্রাশিস। নার্সিংহোমে ভর্তি করার পর চিকিতসকরা জানিয়েছিলেন কোনওভাবেই খাট থেকে পড়ে এমন আঘাত লাগতে পারেনা ইন্দ্রাশিসের। বাবা মায়ের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনেন তাঁরা। এরপরই শিশুটিকে নিজেরদের দায়িত্বে নেয় মার্কিন সরকারের যুবকল্যাণ বিভাগ। আইনি লড়াইয়ের পর শেষপর্যন্ত নিজেদের মতেই অনড় রইল মার্কিন সরকার। তবে, বাবা মায়ের বদলে নিরপেক্ষ কোনও ভারতীয় সংস্থার হাতে ইন্দ্রাশিসকে তুলে দিতে রাজি হয়েছে তারা।