ভারতীয় ফাদার ও সিস্টারকে 'সেন্ট' ঘোষণা করলেন পোপ

Updated By: Nov 24, 2014, 11:24 AM IST
ভারতীয় ফাদার ও সিস্টারকে 'সেন্ট' ঘোষণা করলেন পোপ

কেরলের ফাদার কুরিয়াকোস চাভারা এবং সিস্টার ইউফ্রাসিয়াকে সেন্ট ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কোয়্যারে এক অনুষ্ঠানে তাঁদের নাম ঘোষণা করেন পোপ। সেন্ট ঘোষণা করা হয়েছে আরও ৪ জন ইতালিয়ানকেও।

অনুষ্ঠান ঘিরে রবিবার সকাল থেকেই  বিভিন্ন চার্চে প্রার্থনায় যোগ দেন বহু মানুষ। এই ঘোষণার ফলে শতাব্দীপ্রাচীন সিরো মালাবার চার্চ পেল তিনজন সেন্টকে। ২০০৮ সালে সিস্টার আলফোনসাকে সেন্ট ঘোষণা করেছিল ভ্যাটিকান। ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠান চলাকালীন পোপ ফ্রান্সিস বলেন, ঈশ্বর ও পাশের মানুষদের ভালবাসায় নিজেদের জীবন উত্‍সর্গ করেছেন এঁরা। দুস্থ ও অসহায় মানুষদের প্রতি ওদের দরদ ভগবানে প্রতি অবিচ্ছেদ্য ও নিঃস্বার্থ ভালবাসার প্রতিফলন।

ইতালিয়ান সেন্টরা হলেন গিওভানি অ্যান্তোনিও ফারিনা, লুদোভিকো দা ক্যাসোরিয়া, ফ্রান্সিসান্স নিকোলা দা লঙ্গোবার্দি ও আমাতো রোনকোনি।

 

.