Afghanistan:আফগান নাগরিকদের পাশে ভারত, আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নয়াদিল্লির
আফগানিস্থান দখলের পথে তালিবান!
নিজস্ব প্রতিবেদন: কাবুল আর বেশি দূরে নয়। আফগানিস্তান দখলে পথে তালিবান! ভারতকে যখন 'সেনা পাঠালে ফল ভালো' না হওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন জঙ্গিরা, তখন আফগান নাগরিকদের আশ্রয় দেওয়া সিদ্ধান্ত নিল নয়াদিল্লি।
কারা আশ্রয় পাবেন এদেশে? বিভিন্ন সময়ে ভারতকে সাহায্য করেছেন, এমন আফগান নাগরিকের সংখ্যা কম নয়। বিপদের সময়ে তাঁদের পাশে দাঁড়াবে নয়াদিল্লি। বাদ যাবেন না সাংবাদিক, লেখক, সমাজকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও। জানা গিয়েছে, এঁদের সকলকেই ভারতের থাকার জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হবে। তবে, পরিকল্পনা রূপরেখা চূড়ান্ত হয়নি এখনও। কতইজন বা ভিসা পাবেন? সেটাও জানা যায়নি। স্রেফ ভারতই নয়, আফগান নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে আমেরিকা, কানাডার মতো দেশও। ভারতের মতোই সাহায্যকারী আফগানদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাইডেন প্রশাসন। মানবাধিকার কর্মী, নেত্রী স্থানীয় মহিলা, সাংবাদিক-সহ কুড়ি হাজার মানুষকে পুর্নবাসন দেওয়ার কথা ঘোষণা করেছে কানাডাও।
আরও পড়ুন: Haiti Earthquake: ৭.২ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষতির আশঙ্কা, মৃত্যু ২৯, জারি সুনামি সতর্কতা
এদিকে বৃহস্পতিবার গজনী প্রদেশের দখল নিয়েছে তালিবান। তালিবানের ঘাঁটি এখন কাবুল (Kabul)থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে। আশরফ ঘানি সরকার পরিচালিত আফগানিস্তানের মোট ১০টি প্রদেশে তালিবানি দখলে। এবার কাবুলের দিকে এগোচ্ছে তালিবান। শুক্রবার সেদেশে কর্মরত সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)