পাকিস্তানে ইমরান খানের গাড়ি লক্ষ্য করে গুলি চলল, সুরক্ষিত আছেন তেহরিক-ই-ইনসাফ-এর নেতা

Updated By: Aug 15, 2014, 03:45 PM IST
 পাকিস্তানে ইমরান খানের গাড়ি লক্ষ্য করে গুলি চলল, সুরক্ষিত আছেন তেহরিক-ই-ইনসাফ-এর নেতা
ছবি সৌজন্যে NDTV

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বর্তমান রাজনৈতিক নেতা ইমরান খানের গাড়ি লক্ষ করে গুলি চলল। গুজরানওয়ালাতে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সরকার বিরোধী মিছিল চলাকালীন ঘটনাটি ঘটে। তবে ইমরান খান সুরক্ষিত আছেন।

''শেরিফ সরকারকে আমি স্পষ্ট জানাতে চাই তারা যা ইচ্ছা তাই করতে পারে, আমরা আজাদি মার্চ থামাচ্ছি না। ইসলামাবাদে পৌঁছানোর পর আমি এই বিষয়টা দেখে নেবো।'' ঘটনার পরেই টুইট করেন ইমরান।  

তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র অনিলা খান জানিয়েছেন তাঁদের দলের কনভয় গুজরানওয়ালাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উন্মত্ত কিছু লোক তাদের উপর পাথর ছোঁড়ে। ঘটনাস্থলে পুলিস উপস্থিত থাকলেও তারা কোনও ভূমিকাই পালন করেনি বলে জানিয়েছেন অনিলা।

টেলিভিশনে ছবিতে দেখা গেছে স্থানীয় জনগণ তেহরিক-ই-ইনসাফের পোস্টার ছিঁড়ছেন। ইমরান খানের দলের সমর্থকদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা।

কিছুদিন আগেই হোয়াটস অ্যাপে ইমরান খানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর গুজব রটেছিল।

.