দুই হাতে নরমুণ্ড নিয়ে বন্ধুর ছবি টুইট করলেন অস্ট্রেলিয়ার জঙ্গি

Updated By: Aug 15, 2014, 02:25 PM IST
দুই হাতে নরমুণ্ড নিয়ে বন্ধুর ছবি টুইট করলেন অস্ট্রেলিয়ার জঙ্গি

দু'হাতে নরমুণ্ড নিয়ে সিরিয়ার ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেন অস্ট্রেলিয়ার জঙ্গি। বন্ধু খালেদ শরফের টুইটারে পোস্ট করা ছবিতে নরমুণ্ড হাতে দেখা যাচ্ছে সিডনির বক্সার মহম্মদ এলোমারকে।

অষ্টদশ শতকের বর্বরতাকে মনে করিয়ে দিয়েছে এই ভয়াবহ ছবি। ছবি পোস্ট করার সঙ্গে জঙ্গি খালেদ টুইট করেছেন, এক বালতি নরমুণ্ড রয়েছে। অস্ট্রেলিয়ায় কারও কোনও অঙ্গের প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আমি তোমাদের সাহায্য করব। আইসিসের সঙ্গে যুক্ত জঙ্গি খালেদ সিডনি ও মেলবোর্নে হামলার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় জেল হয় খালেদের। কিন্তু জেল থেকে পালিয়ে ভাই মুস্তাফার পাসপোর্টে দেশ ছাড়েন খালেদ।

এলমোরের স্ত্রী, ২৯ বছরের ফতিমা গত ৮ জুলাই সিরিয়ার আদালতে হাজিরা দেন। বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যান্ডিডের মুখপাত্র দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে জানিয়েছেন, যদি ছবিগুলি সত্যি হয়, তাহলে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী এটা অপরাধ। গত সপ্তাহেই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অস্ট্রেলিয়ার পুলিসকে খালেদ জানিয়েছে অস্ট্রেলিয়ানদের জবাই করবেন তিনি।

আপাতত মধ্যপ্রাচ্যে রয়েছেন খালেদ।

 

.