IED Blast in Chattisgarh: মাওবাদী হানা ছত্তীসগঢ়ে! বীজপুরে ভয়ংকর 'আইইডি' বিস্ফোরণ, মৃত ৯...
IED Blast in Chattisgarh: জানা যায়, মাওবাদী হামলায় এক আইইডি বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। আইইডি বিস্ফোরণের জেরে ৮ ডিআরজি জওয়ান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাস্তারে পুলিসভ্যান আইইডি বিস্ফোরণে ওড়াল মাওবাদীরা। ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বীজাপুরে। জানা যায়, মাওবাদী হামলায় এক আইইডি বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। আইইডি বিস্ফোরণের জেরে ৮ ডিআরজি জওয়ান ও একজন ড্রাইভারের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Bus Accident: ৭০ ফুট গভীর খাদে পড়ল বাস! দুর্ঘটনাস্থলেই মৃত ৪, গুরুতর আহত বহু...
আরও জানা গিয়েছে, তারা সকালে একটি যৌথ অভিযান থেকে ফিরছিলেন। সেই সময় ঘটে বিপত্তিটি। কুটরু এলাকায় হেডকোয়ার্টার থেকে ৮০ কিলোমিটার এলাকায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল। পুলিস ভ্যানের কিছু অংশ উড়ে পাশের গাছের উপর গিয়ে পরে। দুপুর ২টো বেজে ৩০ মিনিটে এই ঘটনাটি ঘটেছিল।
ঘটনায় মৃত্যু হয়েছে বাস্তার রেঞ্জ ইনস্পেক্টর পি সুন্দাররাজ এবং তার সঙ্গে আট জন জওয়ান সহ একজন ড্রাইভার রয়েছেন। বাস্তারের পুলিসের আইজি জানিয়েছেন, বিস্ফোরকের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি বিস্ফোরণের শিকার হয়েছে। জানা গিয়েছে, মাওবাদী অধ্যুষিত আমবুঝমাড়ের জঙ্গলে চলছে ফোর্স বনাম মাওবাদীদের লড়াই।
এছাড়াও আমবুঝমাড়ের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক-৪৭ সহ সেলফ লোডিং বন্ধুক। পুলিস সূত্রের খবর এই আইইডি জওয়ানদের জন্যই পাতা হয়েছিল। এত বড় বিস্ফোরণের জন্য কীভাবে এই আইইডি আসল তার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল তার ফলে জায়গায় বিশাল বড় গর্ত হয়ে যায়। আশেপাশে সমস্ত রাস্তা ভেঙে যায়। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশকে মাওবাদী শূন্য করতে ডেডলাইন বেঁধে দিয়েছেন। সেই মতো ছত্তীসগঢ় থেকে শুরু করা হয় মাওবাদী নিধন প্রক্রিয়া। একাধিক জায়গায় অভিযান চালায় ফোর্স। নিরাপত্তা বাহিনীর এই ক্রমাগত অভিযানের মাঝেই। সোমবার বীজাপুরের কুটরু রোডে ডিআরজির গাড়িতে মাওবাদী হামলার ঘটনা ঘটে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)