Ghost after Sundown: ভূতের ভয়ে সন্ধে হতে না হতেই সাততাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ছেন সকলে...

Ghost after Sundown: একই গ্রামে অসুখে পর পর চারজনের মৃত্যু হয়েছিল। তার জেরেই ভূতের আতঙ্ক ছড়াল কালনার বৈদ্যপুর গ্রামে। সন্ধে নামতেই আতঙ্কে ঘরে ঢুকে পড়ছেন ছোট থেকে বড়রা।

Updated By: Jan 4, 2025, 07:15 PM IST
Ghost after Sundown: ভূতের ভয়ে সন্ধে হতে না হতেই সাততাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ছেন সকলে...

সঞ্জয় রাজবংশী: একই গ্রামে অসুখে পর পর চারজনের মৃত্যু হয়েছিল। তার জেরেই ভূতের আতঙ্ক ছড়াল কালনার বৈদ্যপুর গ্রামে। সন্ধে নামতেই আতঙ্কে ঘরে ঢুকে পড়ছেন ছোট থেকে বড়রা।

আরও পড়ুন: Bengal Weather Updates: রবিসকাল থেকেই কি শীতে পাকাপাকি ছেদ? বৃষ্টি আর গরমে কি নাজেহাল হতে হবে? 

তবে ভূত বলে কিছু নেই। কিছু মানুষ রাতে ইচ্ছাকৃত ভাবেই ভয় ছড়াচ্ছেন বলে দাবি কালনা বিজ্ঞানমঞ্চের। নতুন বছর শুরুতেই ফের কুসংস্কাকারের ছোঁয়া দেখা গেল কালনার বৈদ্যপুর গ্রামে। 
কী ঘটেছিল?

কিছু গ্রামবাসীদের দাবি, কয়েক মাসের মধ্যে এই গ্রামগুলিতে অসুস্থ হয়ে চারজনের মৃত্যু ঘটেছে। আর ঠিক তার পর থেকেই, রাত নামতেই কে বা কারা যেন বাড়ির দরজা-দরজায়, জানলায় ধাক্কা মারে! কারা? কেউ কেউ অদৃশ্য কোনও কিছুর অস্তিত্ব অনুভব করেছেন বলে দাবি করেন।

আরও পড়ুন: Mysterious Metal Ring: আকাশ থেকে এ কী পড়ল! জ্বলন্ত গ্রহাণু? মঙ্গলের পাথর? মহাশূন্যের আবর্জনা? ৫০০ কেজির...

কাউকে দেখেছেন তাঁরা? হ্যাঁ, অনেকটা এমনই দাবি গ্রামবাসীদের। তাঁরা রীতিমতো আতঙ্কিত এখন। সেই আতঙ্কে সন্ধে নামার পরে দ্রুত যে যাঁর বাড়িতে ঢুকে যাচ্ছেন। সন্ধে হতে না হতেই শুনশান হয়ে যাচ্ছে গ্রামের পথঘাট। কিছু মানুষ অবশ্য আতঙ্কের পরোয়া না করে রাতেই বেরোচ্ছেন। তবে তাঁরা কোনো ভূত বা কাউকে দেখতে পাননি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.