বড়দিনের আগেই বড় বিপর্যয়ের আশঙ্কায় পৃথিবী!

ফ্যাথনের আকারের দিক থেকে অনেকটাই বড়। প্রায় সাড়ে ছ কোটি পাঁচ লক্ষ বছর আগে যে গ্রহাণুটি ডায়নোসর প্রজাতিকে ধ্বংস করেছিল, ফ্যাথন ৩২০০-এর আকার তার অর্ধেক।

Updated By: Dec 7, 2017, 11:33 AM IST
বড়দিনের আগেই বড় বিপর্যয়ের আশঙ্কায় পৃথিবী!

নিজস্ব প্রতিবেদন:  পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে এক গ্রহাণু। আর তাতেই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

‘দ্য সান’-এ প্রকাশিত খবর অনুযায়ী, ওই গ্রহাণুর নাম 'ফ্যাথন ৩২০০'। প্রসঙ্গত, গ্রিক মাইথোলজির ধ্বংসের দেবতা ফেয়থনের নাম অনুসারে এই গ্রহাণুর নাম রাখা হয়েছে ফ্যাথন। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগেই, ১৭ ডিসেম্বর এই গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে।

আরও পড়ুন: ভয়ঙ্কর তথ্য! শিশু মস্তিষ্ক নষ্ট করছে বিষ বায়ু

১৭ ডিসেম্বর, রবিবার পৃথিবীর অক্ষরেখা থেকে প্রায় ২০ লক্ষ মাইল দূর দিয়ে যাবে ফ্যাথন ৩২০০। এই গ্রহাণু যতটা যে গতিতে পৃথিবীর পাশ দিয়ে যাবে, তাতে বড় ক্ষতির আশঙ্কা থাকছে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

ফ্যাথনের আকারের দিক থেকে অনেকটাই বড়। প্রায় সাড়ে ছ কোটি পাঁচ লক্ষ বছর আগে যে গ্রহাণুটি ডায়নোসর প্রজাতিকে ধ্বংস করেছিল, ফ্যাথন ৩২০০-এর আকার তার অর্ধেক।

আরও পড়ুন: জেরুজালেমই ইজরায়েলের রাজধানী, হুমকি উড়িয়ে স্বীকৃতি দিলেন ট্রাম্প

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ফ্যাথন ৩২০০ থেকে আদতে উল্কাপাত হয়। সেদিন উল্কাপাতেরও সম্ভাবনা রয়েছে। ১৩-১৪ ডিসেম্বরের মধ্যে আকাশে উল্কাপাত দেখা যেতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এক অদ্ভূত স্বর্গীয় দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্বের মানুষ। 

.