গরমের হাত থেকে পশুদের রক্ষা করার অভিনব প্রচেষ্টা সাংহাই ওয়াইল্ডলাইফ পার্কের, দেখুন ভিডিও

Updated By: Aug 1, 2017, 02:42 PM IST
গরমের হাত থেকে পশুদের রক্ষা করার অভিনব প্রচেষ্টা সাংহাই ওয়াইল্ডলাইফ পার্কের, দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক: গরম কি কেবলমাত্র আমাদের মানুষদের লাগে নাকি? গরমে কষ্ট পশুদেরও হয়। তারাও আমাদের মতোই অতিরিক্ত গরমে খুব কষ্ট পায়। আর পশুদের সেই কষ্টের কথা চিন্তা করে গরমকালে পশুদের কীভাবে শরীর ঠান্ডা রাখা যায়, তার নতুন প্রচেষ্টা সাংহাই ওয়াইল্ডলাইফ পার্কের।

সম্প্রতি জিংহুয়া নিউজ এজেন্সি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে সাংহাই ওয়াইল্ডলাইফ পার্কে গরমকালে অভিনব ব্যবস্থা করা হয়েছে পশুদের জন্য। নিচের ভিডিওতে নিজেই দেখে নিন।

প্রসঙ্গত, জুলাই এবং আগস্ট মাস সাংহাইয়ে সবথেকে বেশি তাপমাত্রা থাকে। দিনের বেলায় প্রায় ৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকে।

 

.