ভারতে সন্ত্রাস জারি রাখতেই হাফিজের নয়া সাইবার সেল, দাবি গোয়েন্দাদের
নমো-শরিফের মেলবন্ধনে কী ভয় পেল মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ সঈদ? ফের কোনও জঙ্গিহামলার কথা ভাবছে? এই প্রশ্নই উস্কে দিচ্ছে হাফিজ সৈয়দের তৈরি নয়া সাইবার সেল।
Updated By: Dec 29, 2015, 01:19 PM IST
ওয়েব ডেস্ক: নমো-শরিফের মেলবন্ধনে কী ভয় পেল মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ সঈদ? ফের কোনও জঙ্গিহামলার কথা ভাবছে? এই প্রশ্নই উস্কে দিচ্ছে হাফিজ সৈয়দের তৈরি নয়া সাইবার সেল।
এক সাংবাদিক বৈঠকে হাফিজ সঈদ ভারতের প্রধানমন্ত্রীর পাকিস্তান-প্রীতি নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, বাংলাদেশে গিয়ে প্রতিবেশি মুসলিম রাষ্ট্রের সমালোচনা করার পর সেই দেশে এসে নমোর ভিন্ন ভুমিকায় ক্ষুদ্ধ পাকিস্তানিরা। তবে তাঁর তৈরি নতুন সাইবার সেল ভারতের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত রয়ছে বলে মনে করছে ভারতীয় গোয়েন্দারা।
দেখুন zee news র এক্সক্লুসিভ রিপোর্ট
Tags: