রামানুজনকে গুগুলের ডুডলিং শ্রদ্ধার্ঘ
অঙ্ক কি খুব কঠিন? এ প্রশ্নের উত্তরে একবাক্যে ঘার নেড়ে `হ্যাঁ` জানিয়ে দেবেন অনেকেই। কিন্তু একই প্রশ্ন যদি করা হত শ্রীনিবাস রামানুজনকে? কিংবদন্তী এই গণিতজ্ঞ নিশ্চিত ভাবেই ফুৎকারে উড়িয়ে দিতেন প্রশ্নটাই। অথবা হয়ত বুঝে উঠতেই পারতেন না অঙ্কের সঙ্গে কঠিন শব্দটার সম্পর্কটা ঠিক কী। অঙ্কের পৃথিবীর প্রতিটা খাঁজে ভাজে যাঁর অবিস্মরণীয় অবদান সেই রামানুজনের আজ ১২৫তম জন্মবার্ষিকি। তাঁর প্রতি গুগল উৎসর্গ করল তাঁদের ডুডলিং শ্রদ্ধার্ঘ।
অঙ্ক কি খুব কঠিন? এ প্রশ্নের উত্তরে একবাক্যে ঘার নেড়ে `হ্যাঁ` জানিয়ে দেবেন অনেকেই। কিন্তু একই প্রশ্ন যদি করা হত শ্রীনিবাস রামানুজনকে? কিংবদন্তী এই গণিতজ্ঞ নিশ্চিত ভাবেই ফুৎকারে উড়িয়ে দিতেন প্রশ্নটাই। অথবা হয়ত বুঝে উঠতেই পারতেন না অঙ্কের সঙ্গে কঠিন শব্দটার সম্পর্কটা ঠিক কী। অঙ্কের পৃথিবীর প্রতিটা খাঁজে ভাজে যাঁর অবিস্মরণীয় অবদান সেই রামানুজনের আজ ১২৫তম জন্মবার্ষিকি। তাঁর প্রতি গুগল উৎসর্গ করল তাঁদের ডুডলিং শ্রদ্ধার্ঘ।
ডুডলটিতে ছোট্ট একটি ছেলে মন দিয়ে মাটিতেই অঙ্কের সমীকরণ আর জ্যামিতিক চিত্র সমাধানে ব্যস্ত। তার সামনেই বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে একই বয়েসী আরও কয়েকটি ছেলে মেয়ে। ছেলেটির কষা অঙ্কেই গুগল শব্দটি ফুটে উঠেছে।
১৮৮৭ সালের ২২ ডিসেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন শ্রীনিবাস। তিনি যথার্থ অর্থেই `প্রডিজি` ছিলেন। খুব ছোটবেলা থেকেই অঙ্কে তাঁর অসাধারণ প্রতিভা প্রকাশ পায়। অঙ্কের প্রাথমিক ধাপটুকু তিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় আয়ত্ত করেছিলেন। ইনফিনিটি সিরিজ, নাম্বার থিয়োরি, গাণিতিক বিশ্লেষণ সহ গণিতের সব অলিগলিতেই ছিল তাঁর অবাধ যাতায়াত।
কিছুদিন আগেই রামানুজানের ১২৫তম জন্মবার্ষিকীর স্মরণে প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১২সাল কে `জাতীয় গণিত বর্ষ` হিসাবে ঘোষণা করেছেন। আজকের দিনটিকে ঘোষণা করেছেন `জাতীয় গণিত দিবস` হিসাবে।
১৯২০-র ২৬ এপ্রিল মাত্র ৩২ বছর বয়সে অপুষ্টি আর লিভারের অসুখের শিকার হয়ে মারা যান এই কিংবদন্তী। কিন্তু বিরল প্রতিভার অধিকারী এই গণিতজ্ঞ যে অসংখ্য মৌলিক গবেষণা উপহার দিয়ে গেছেন অঙ্কের দুনিয়াকে তার হাত ধরেই আগামী বহু প্রজন্মের সঙ্গে অঙ্কের সঙ্গে সখ্য গড়ে উঠবে।