Taliban: আল্লা খাবার দেবেন! আফগানিস্তানে দুর্ভিক্ষ-কবলিতদের আশ্বাস তালিবানি প্রধানমন্ত্রীর

ক্ষমতায় আসার পরে এই প্রথম জনসমক্ষে বার্তা দিল তালিবান প্রশাসন।

Updated By: Nov 29, 2021, 02:22 PM IST
Taliban: আল্লা খাবার দেবেন! আফগানিস্তানে দুর্ভিক্ষ-কবলিতদের আশ্বাস তালিবানি প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: চরম অর্থনৈতিক সঙ্কট ঘনিয়ে এসেছে আফগানিস্তানে। বিপর্যয় নেমে এসেছে সাধারণ মানুষের জীবনেও। ঘনিয়ে এসেছে খাদ্যসঙ্কট। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘও। এহেন পরিস্থিতিতে সে দেশের মানুষকে আল্লার কথা মনে করালেন তালিবানি প্রধানমন্ত্রী মোল্লা মহম্মদ হাসান আখুন্দ। তিনি জানান, দেশবাসীর জন্য খাবার জুগিয়ে দেবেন স্বয়ং আল্লা!

প্রসঙ্গত, এই প্রথম প্রকাশ্যে বার্তা দিল তালিবান। ক্ষমতায় আসার পরে এই প্রথম জনসমক্ষে বার্তা দিল তালিবান। প্রকাশ্যে এলেন তালিবানি প্রধানমন্ত্রী মোল্লা মহম্মদ হাসান আখুন্দ। আফগান ন্যাশনাল টিভিতে প্রচারিত ওই বার্তায় আখুন্দ জানান-- মানুষের মুখে খাবার তুলে দেবেন আল্লা। 

আফগানিস্তানে নানা রকম বিপর্যয়ের ছবি। মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। ব্যাঙ্কগুলি দেউলিয়া, মানুষের কাজ নেই, হাতে টাকাও নেই। বিদেশি সাহায্য আসা প্রায় বন্ধ। আগামি দিনগুলিতে সেদেশের অধিকাংশ মানুষকে অনাহারে কাটাতে হবে এই মর্মে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ। 

প্রসঙ্গত, খাদ্যসঙ্কটের পাশাপাশি সে দেশে স্বাস্থ্য পরিকাঠামোও ভেঙে পড়েছে। তবে দেশটি এখনও একটা রিয়েল ইসলামিক স্টেট গড়ার স্বপ্নে বুঁদ। এবং এখনও তারা বলছে, কোনও বহিঃশক্তির কোনও হস্তক্ষেপ তারা পছন্দ করবে না।    

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: শিখ ধর্মাবেগে 'আঘাত' পাক মডেলের; ক্ষুব্ধ গুরুদ্বার কমিটির ধমক খেল Pakistan

.