Anubrata Mandal: অনুব্রত মণ্ডল কি তাহলে কোর কমিটির চেয়ারপার্সন? খোলসা করলেন শতাব্দী
Anubrata Mandal: গতকাল এনিয়ে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, সবাই মিলে আমরা একসঙ্গে আলোচনা করেছি। দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা একসঙ্গে ৭ জন বসেছিলাম
প্রসেনজিত্ মালাকার: অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর প্রশ্ন ছিল জেলায় তৃণমূলের কোর কমিটি তৈরি হওয়ার পর অনুব্রত মণ্ডলের জায়গা কী হবে। শনিবার কোর কমিটির বৈঠক হয়। সেই কোর কমিটিতে সদস্যসংখ্যা ৬ থেকে বেড়ে হয় ৭ জন। এখন প্রশ্ন অনুব্রত মণ্ডলের ইসারাতেই কি চলবে কোর কমিটি? জানা যাচ্ছে তেমনটা নয়। অনুব্রত কোর কমিটিতে মতামত দিতে পারবেন, একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকল না।
আরও পড়ুন-জমি নিয়ে বিবাদ! গলার নলি কেটে খুন...
এদিকে, অনুব্রত মণ্ডল যে জেলা কোর কমিটির চেয়ারপার্সন নয়, এই বিষয়টি গতকাল কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন কাজল শেখ। আজ সেই কাজল শেখের বক্তব্যকেই কার্যত সমর্থন করলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়।
রবিবার বীরভূমের রামপুরহাটে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে। অনুব্রত মণ্ডল চেয়ারপার্সন হলে দল চিঠি দিয়ে জানাবে। শতাব্দী বলেন, দলের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে।
গতকাল এনিয়ে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, সবাই মিলে আমরা একসঙ্গে আলোচনা করেছি। দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা একসঙ্গে ৭ জন বসেছিলাম। আগামিদিনে আমরা সবাই মিলে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। আলোচনা করেই আমরা কাজ করব। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক। তাঁর হাত ধরেই আমার রাজনৈতিক জীবনে পথচলা শুরু।
গতকাল বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির সঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বোলপুরের দলীয় কার্যালয়ে বৈঠক হয়। সেই বৈঠকের পর কোর কমিটির চেয়ারপার্সন হিসেবে অনুব্রত মণ্ডলের নাম চাউর হয়। তারপরেই কাজল সেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, অনুব্রত মণ্ডলকে চেয়ারপার্সন করা হয়নি। তিনি একজন কোর কমিটির সদস্য। তার পরেই আজ বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে। অনুব্রত মণ্ডল চেয়ারপার্সন হলে দল চিঠি দিয়ে জানাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)