Malbazar: কষ্টের টাকা জমিয়ে কেনা তুলো ধুনাইয়ের মেশিন, বেল্ট ছিঁড়ে বাবার চোখের সামনেই ছেলের ভয়াবহ পরিণতি...
শীতের মরশুম এলেই বাবা-ছেলে দুজনে মিলে লেপ-তোষক তৈরি করতেন। আজও সেই কাজ করতেই বেরিয়েছিলেন দুজনে।
অরূপ বসাক: লেপ তোষক বানাতে গিয়ে তুলো ধুনাইয়ের মেশিনের বেল্ট ছিঁড়ে মৃত্যু এক শ্রমিকের। বাবা, ছেলে দুজনে মিলেই তুলো ধুনাইয়ের কাজ করেন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। দীর্ঘদিন ধরে তুলে ধুনাইয়ের কাজ করে কিছু টাকা জমিয়ে কয়েকদিন আগে তুলো ধুনাইয়ের একটি মেশিন তাঁরা ক্রয় করেন। সে-ই মেশিনেই ঘটে গেল চরম দুর্ঘটনা।
সোমবার সাতসকালে সেই নতুন মেশিনে তুলো ধুনাইয়ের কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে মেশিনের বেল্ট ছিঁড়ে মৃত্যু হল যুবকের। জানা গিয়েছে সোমবার সকালে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কাঠালগুঁড়ি মহুয়া তোলা সংলগ্ন এলাকার বাসিন্দা মহম্মদ বাবুর বাড়িতে বাবা ছেলে দুজনে মিলে লেপের তুলো ধুনাইয়ের কাজ শুরু করেছিলেন। হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পেয়ে ছুটে এসে দেখেন, মেশিনের ফিতেগুলো ছিঁড়ে একজনকে পেঁচিয়ে রেখেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুলো ধুনাইকারী যুবক আজাদ আলির। বয়স ২৫ বছর।
খবর দেওয়া হয় ক্রান্তি থানায়। খবর পেয়ে ক্রান্তি থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, শীতের মরশুম এলেই বাবা-ছেলে দুজনে মিলে লেপ-তোষক তৈরি করতেন। প্রকৃত বাড়ি বিহারে। ওদলাবাড়িতে ভাড়া বাসায় থেকে বিভিন্ন জায়গায় লেপ-তোষক তৈরি করতেন তাঁরা। সকালবেলা মোট ৪ জন কাজ করতে আসেন। যাদের সঙ্গেই ছিলেন বাবা ও আরও ২ শ্রমিক। এহেন মর্মান্তিক দুর্ঘটনায় আজাদ আলির মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কথা চাউর হতেই ঘটনাস্থলে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়।
আরও পড়ুন, Weather: কলকাতায় বড়সড় পারা পতন, পারদ নামল... প্রথম স্পেলেই হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)