পুঁচকে গ্রহ প্লুটোর কাছাকাছি নাসার নিউ হরাইজন

Updated By: Jul 28, 2014, 06:32 PM IST
 পুঁচকে গ্রহ প্লুটোর কাছাকাছি নাসার নিউ হরাইজন

খুদে গ্রহ প্লুটোর কাছাকাছি আরও পৌঁছে গেল নাসার মহাকাশযান নিউ হরাইজন। ২০০৬ সালে বরফ শীতল প্লুটো ও তার উপগ্রহগুলোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই মহাকাশযান। আশা করা হচ্ছে ২০১৫ সালের জুলাই মাসে পুঁচকে প্লুটোর রাজত্বে পা দেবে নিউ হরাইজন। প্রায় ১০ বছরের দীর্ঘ যাত্রা পথে নাসার এই মহাকাশ যান অতিক্রম করেছে ৩ বিলিয়ন মাইল পথ। যাত্রাপথে মুখোমুখি হয়েছে মহাজাগতিক ঝড়ের। বৃহস্পতির উপগ্রহের পাস ঘেঁসে এগিয়ে গেছে প্লুটোর দিকে। যদি নিজের যাত্রাপথ অতিক্রম করতে সক্ষম হয় এই মহাকাশযান, তাহলে সৌরজগতের বাইরে মহাকাশ বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

যত দিন যাচ্ছে পুল্টোর সঙ্গে দূরত্ব ঘুচছে নিউ হরাইজনের। প্লুটোর দিকে যাত্রা করা নাসার প্রথম মহাকাশযান এই নিউহরাইজন।

 

.