ইঁদুর নয়, মুরগী ভাজাই খাওয়ায় কেএফসি, প্রমাণ করল ল্যাব টেস্ট

ইঁদুর নয়,  মুরগি ভাজাই খাওয়ায় কেএফসি। এক মার্কিনি ক্রেতা কয়েক দিন আগে অভিযোগ  করেছিলেন পৃথিবীর বৃহত্তম ফ্রায়েড চিকেন রেস্তোরাঁ চেন তাঁকে মুরগির বদলে ইঁদুর ভাজা সার্ভ করেছে। কিন্তু, ল্যাব টেস্ট বলছে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

Updated By: Jun 23, 2015, 08:18 PM IST
ইঁদুর নয়, মুরগী ভাজাই খাওয়ায় কেএফসি, প্রমাণ করল ল্যাব টেস্ট

ওয়েব ডেস্ক: ইঁদুর নয়,  মুরগি ভাজাই খাওয়ায় কেএফসি। এক মার্কিনি ক্রেতা কয়েক দিন আগে অভিযোগ  করেছিলেন পৃথিবীর বৃহত্তম ফ্রায়েড চিকেন রেস্তোরাঁ চেন তাঁকে মুরগির বদলে ইঁদুর ভাজা সার্ভ করেছে। কিন্তু, ল্যাব টেস্ট বলছে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

গত ১২ জুন ক্যালিফোর্নিয়া নিবাসী ডেভোরিস ডিক্সন তাঁর ফেসবুক পেজে নীচের ছবিটি পোস্ট করেন। তারপর থেকেই এই নিয়ে হইচই পড়ে যায়।

 

হাজার হাজার ক্রেতা কেএফসি-এর ফেসবুক পেজে এসে এই নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। রাতারাতি ঘুম ছুটে যায় কেএফসি-এর সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের।

কেএফসি কর্তৃপক্ষ ডিক্সোনের কাছে তাঁর কাছে থাকা প্রোডাক্টটির নমুনা চেয়ে পাঠায়। গত শনিবার তাঁর আইনজীবী শেষ পর্যন্ত একটি নিরপেক্ষ ল্যাবরোটরিতে নমুনাটি পরীক্ষার জন্য পাঠান। আর সেখানেই প্রমাণিত হয়, ইঁদুর নয় মুরগী ভাজাই পাতে পরেছিল ডিক্সনের।

রবিবার এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে কেএফসি।

 

.