ফোর্বসের তালিকায় প্রথম ১০-এ Mukesh Ambani! দেখে নিন আর কে রয়েছেন তালিকায়?

রাশিয়ায় গত বছরের তুলনায় ৩৪ জন কম বিলিয়নেয়ার এবং চিনে ৮৭ জন কম বিলিয়নেয়ার রয়েছে।

Updated By: Apr 6, 2022, 01:21 PM IST
ফোর্বসের তালিকায় প্রথম ১০-এ Mukesh Ambani! দেখে নিন আর কে রয়েছেন তালিকায়?
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ( Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ১০ নম্বরে স্থান পেয়েছেন। তারপরেই রয়েছেন গৌতম আদানি এবং তার পরিবার। আদানি ফোর্বসের বার্ষিক বিলিয়নেয়ারদের তালিকায় ১১তম স্থানে রয়েছেন। এই বছর তালিকার শীর্ষস্থানে রয়েছেন স্পেসএক্স এবং টেসলার সিইও (SpaceX and Tesla CEO) ইলন মাস্ক (Elon Musk)। গত বছর শীর্ষস্থানে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেজ বেজোস।

পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের ৩৬তম-বার্ষিক র‌্যাঙ্কিংয়ে ২,৬৬৮ জন বিলিয়নেয়ার রয়েছেন। এই তালিকায় গত বছরের তুলনায় ৮৭ জন কম রয়েছেন। বিজনেস ম্যাগাজিন ফোর্বসের মতে, "যুদ্ধ, মহামারী এবং মন্থর বাজার" অতি-ধনীদের সম্পদে আঘাত করেছে। যদিও গত বছরের তুলনায়, ১,০০০ বিলিয়নেয়ার বেড়েছে এই বছরে।

 

বিলিয়নেয়ারদের তালিকায় ২৩৬ জন নতুন রয়েছেন। তালিকায় সব থেকে বেশি ধনী রয়েছেন আমেরিকা থেকে। এর সংখ্যা ৭৩৫ জন এবং এদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৪.৭ ট্রিলিয়ান মার্কিন ডলার। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার মুখে Putin-র দুই কন্যা! আনুমোদন দেবে EU?

রাশিয়া ও চিনে বিলিয়নেয়ারের সংখ্যা কমেছে অনেকটা। ফোর্বসের দাবি অনুসারে, ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের পরে বিভিন্ন নিষেধাজ্ঞার কারনে রাশিয়ায় গত বছরের তুলনায় ৩৪ জন কম বিলিয়নেয়ার এবং চিনে ৮৭ জন কম বিলিয়নেয়ার রয়েছে।

ফোর্বস জানিয়েছে, "আমরা ১১ মার্চ, ২০২২ এর স্টক মূল্য এবং বিনিময় হার ব্যবহার করেছি, নেট মূল্য গণনা করার জন্য।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.