বস্টন বিস্ফোরণে সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল এফবিআই

বস্টন ম্যারাথন বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজন দু`জনের ছবি প্রকাশ করল এফবিআই। সন্দেহভাজন দু`জনের কাঁধেই ব্যাকপ্যাক। ছবি অনুযায়ী দু`জনকেই ম্যারাথন চলাকালীন রাস্তার ফুটপাথ দিয়ে ম্যারাথনের ফিনিশিং লাইনের দিকে হাঁটতে দেখা গেছে। এফবিআই সাধারণ মানুষের কাছে এই দু`জনকে সনাক্ত করতে সাহায্যের আবেদন করেছে।

Updated By: Apr 19, 2013, 10:41 AM IST

বস্টন ম্যারাথন বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজন দু`জনের ছবি প্রকাশ করল এফবিআই। সন্দেহভাজন দু`জনের কাঁধেই ব্যাকপ্যাক। ছবি অনুযায়ী দু`জনকেই ম্যারাথন চলাকালীন রাস্তার ফুটপাথ দিয়ে ম্যারাথনের ফিনিশিং লাইনের দিকে হাঁটতে দেখা গেছে। এফবিআই সাধারণ মানুষের কাছে এই দু`জনকে সনাক্ত করতে সাহায্যের আবেদন করেছে।
প্রকাশিত ছবি অনুযায়ী ওই দু`জনের মধ্যে একজনের মাথায় কালো টুপি, পরনে জ্যাকেট ও হালকা ট্রাউজার ছিল। কাঁধের ব্যাগটিও কালো রঙের। এফবিআই দাবি করেছে তাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে তাতে স্পষ্ট সাদা টুপি মাথার ওপর সন্দেহভাজন তার ব্যাগটি দ্বিতীয় বিস্ফোরণের জায়গায় রেখেছিল।
এফবিআই জানিয়েছে ব্যাগটি ঘটনাস্থলে রাখার একমিনিটের মধ্যেই সেখানে বিস্ফোরণ হয়।
এফবিআই-এর সাংবাদিক সম্মেলনের আগে সন্দেহভাজনদের ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশিত করা হয়।
গত মঙ্গলবার বস্টনে ম্যারাথন চলাকালীন ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি মানুষ।

.