ষাট লাখ ফেসবুক ইউসারের ফোন নম্বর প্রকাশ্যে
একটি সফটওয়্যার বাগের দৌলতে ষাট লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ই মেল আইডি ভুল ভাবে ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের তরফ থেকে আজ এই কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
Updated By: Jun 22, 2013, 12:15 PM IST
একটি সফটওয়্যার বাগের দৌলতে ষাট লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ই মেল আইডি ভুল ভাবে ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের তরফ থেকে আজ এই কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে ফেসবুকের তরপফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত এই সফটওয়্যার বাগের বিকৃত ভাবে ব্যবহারের প্রমাণ মেলেনি। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যও প্রকাশ্যে আসেনি বলে দাবি করেছে জুকারবার্গের সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট।
এখনও পর্যন্ত যাঁরা এই বাগের মাধ্যমে অসুবিধায় পড়েছেন তাঁদের কোম্পানির তরফ থেকে মেল করে জানানো হবে বলেও ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।