মন খারাপ সারাতে এক্স রে

এবার এক্স রে-র মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে মনের গভীরে। মানসিক চাপ, উদ্বেগ এমনকী অবসাদেরও কারণ খুঁজে বের করা যাবে এক্স রে-র মাধ্যমেই। এমনই এক এক্স মেশিন আবিষ্কার করলেন বিজ্ঞানীরা।

Updated By: Jul 22, 2013, 05:21 PM IST

এবার এক্স রে-র মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে মনের গভীরে। মানসিক চাপ, উদ্বেগ এমনকী অবসাদেরও কারণ খুঁজে বের করা যাবে এক্স রে-র মাধ্যমেই। এমনই এক এক্স মেশিন আবিষ্কার করলেন বিজ্ঞানীরা।
মানুষের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিকেই এতদিন মানসিক চাপ, উদ্বেগের নিয়ন্ত্রক মনে করা হত। পিটুইটারি গ্রন্থি থেকে রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়ে রক্তে আসার ফলেই অবসাদে ভোগে মানুষ। ওষুধ প্রস্তুতকারক সংস্থা হেপটারেস থেরাপিউটিকসের গবেষনায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রোটিন কম্পোনেন্ট সিআরএফওয়ান পিটুইটারি থেকে হরমোন ক্ষরণ করায় যার ফলে দীর্ঘ সময় ধরে অবসাদে ভোগে মানুষ। মস্তিষ্কের হাপোথ্যালামাসে বিশেষ অনুর উপস্থিতি প্রভাবে হরমোনগুলো ক্ষরণ হয়।
সিআরএফওয়ানের গঠন বুঝতে বিজ্ঞানীরা ডায়মন্ড লাইট সোর্স নামক একটি অনুঘটকের সাহায্য নিয়েছেন। এক্স রে-র মাধ্যেমেই ছোট অনু ওষুধ সাহায্যে মস্তিষ্কের ছোট পকেটে প্রবেশ করানো হবে। একটি ইংরেজি সাপ্তাহিককে দেওয়া সাক্ষাতকারে হেপটারেস থেরাপিউটিকসের চিফ সাইন্টিফিক অফিসার ফিয়োনা মার্শাল জানান, "আমরা সিআরএফওয়ানের গঠন জেনে গিয়েছি। আমরা চেষ্টা করছি এমন একটি অনু তৈরি করতে চলেছি যার দ্বারা সিআরপিএফওয়ানকে নিষ্ক্রিয় করে দেওয়া যায়।"

.