হংকং-এ নির্বাচন, সতর্ক চিন

ভোররাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন হংকংবাসী। ভূ-রাজনৈতিক দিক দিয়ে চিনের অংশ হংকং। যদিও, মূল চিনের শাসনব্যবস্থা এখানে পুরোপুরি কার্যকর নয়। শহরের আইনসভায় নির্বাচনও হয়। চিন এখানে পুরোপুরি কমিউনিস্ট শাসন কায়েম করতে চাইছে বলে বছর দুয়েক আগে আতঙ্ক ছড়িয়েছিল।

Updated By: Sep 5, 2016, 09:19 AM IST
হংকং-এ নির্বাচন, সতর্ক চিন

ওয়েব ডেস্ক: ভোররাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন হংকংবাসী। ভূ-রাজনৈতিক দিক দিয়ে চিনের অংশ হংকং। যদিও, মূল চিনের শাসনব্যবস্থা এখানে পুরোপুরি কার্যকর নয়। শহরের আইনসভায় নির্বাচনও হয়। চিন এখানে পুরোপুরি কমিউনিস্ট শাসন কায়েম করতে চাইছে বলে বছর দুয়েক আগে আতঙ্ক ছড়িয়েছিল।

আরও পড়ুন- রোমে দুই বিদেশমন্ত্রীর বৈঠক

হংকংয়ের রাস্তায় গণতন্ত্রের দাবিতে বিশাল প্রতিবাদ মিছিলও হয়। তারপরেই নির্বাচন। শহরের সাঁইত্রিশ লক্ষ বাসিন্দার মধ্যে বাইশ লক্ষ মানুষই ভোট দিয়েছেন। চিনের সঙ্গে সম্পূর্ণ সংসর্গ ত্যাগ করায় বিশ্বাসী এমন কয়েকজন ছাত্রনেতাও এবার নির্বাচিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়টার উপর চিনা কমিউনিস্ট সতর্ক নজর রাখছে।

আরও পড়ুন- চিন-পাক অর্থনৈতিক করিডর নিয়ে কড়া আপত্তি জানাল ভারত

.