Karachi Viral Video: দিনের আলোয় রাজপথে প্যান্ট খুলে তাড়া মহিলাকে, CCTV ফুটেজে তোলপাড়...

হঠাৎ বাইক দাঁড় করিয়ে নিজের প্যান্ট খোলেন ওই ব্যক্তি। তারপর রাস্তায় আচমকা এক মহিলাকে আসতে দেখে তার দিকে ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। অতর্কিতে এমন ঘটনা ঘটায় চমকে যান ওই মহিলা। 

Updated By: Jul 6, 2023, 07:16 PM IST
Karachi Viral Video: দিনের আলোয় রাজপথে প্যান্ট খুলে তাড়া মহিলাকে, CCTV ফুটেজে তোলপাড়...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করাচির গুলিস্তাঁ-য়ে-জোহরের রাস্তায় যে ঘটনা প্রকাশ্যে এসেছে তাতে চমকে যেতে হয়। বুধবার এক নগ্ন ব্যক্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সিসিটিভিতে দেখা যায় প্রথমে এসে বাইক দাঁড় করায় ওই ব্যক্তি। সিসিটিভিতে দেখা যায় প্রথমে এসে বাইক দাঁড় করায় ওই ব্যক্তি। তারপর রাস্তায় হেঁটে চলা মহিলার দিকে ছুটে যান। প্যান্ট খুলে ওই মহিলাকে পেছন থেকে জড়িয়ে ধরেন তিনি। 

আরও পড়ুন, Jasmeen Kaur: ভয়ংকর! কেবল্ ও টেপ দিয়ে হাত-পা-মুখ বেঁধে জীবন্ত পুঁতে ফেলা হল একুশের তরুণীকে...

হঠাৎ বাইক দাঁড় করিয়ে নিজের প্যান্ট খোলেন ওই ব্যক্তি। তারপর রাস্তায় আচমকা এক মহিলাকে আসতে দেখে তার দিকে ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। অতর্কিতে এমন ঘটনা ঘটায় চমকে যান ওই মহিলা। কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে ওই ব্যক্তিকে ঠেলে সরিয়ে দেন। তারপরই ওই ব্যক্তি সরে এসে আড়ালে প্যান্ট পরে নেয়। এরপর দ্রুত বাইক নিয়ে চলে যায় সে। 

গোটা ঘটনাটাই ধরা পড়েছে সামনের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায়। এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখনও এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে বলেও জানান তিনি। তবে ফুটেজের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। এও বলেন, আশা করছেন যে তাড়াতাড়ি অপরাধীকে ধরতে পারবেন তারা। 

এদিকে সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ ঘটনার খবর পেয়ে ইন্সপেক্টর জেনারেল (আইজি) এবং অতিরিক্ত আইজি পুলিশকে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন, Earthquakes in Iceland: মাত্র ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প! আর কিছু অবশিষ্ট আছে দেশটির?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.