আমেরিকার 'ভঙ্গুর' গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন বাইডেন

যে কোনও মূল্যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, মত বাইডেনের।

Updated By: Feb 15, 2021, 07:35 PM IST
আমেরিকার 'ভঙ্গুর' গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন বাইডেন

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বার ইমপিচমেন্ট থেকে রেহাই পেয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলাফল ঘোষণার পরে বাইডেন জানিয়ে দিলেন, ট্রাম্প যা করেছেন, তা বিতর্কের ঊর্ধ্বে নয়।  

ক্যাপিটলে তাণ্ডবের (US Capitol insurrection) দিনে নিজের সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের (Donald Trump)বিরুদ্ধে। এর জেরে সেনেটে দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি দাঁড়াতেও হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: এই প্রথম ফোনে কথা হল বাইডেন-জিনপিংয়ের

তবে তিনি রেহাই (acquittal) পেয়ে গিয়েছিলেন। ফলাফল ঘোষণার পরে বাইডেন (President Joe Biden) অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তে কেউ দোষী সাব্যস্ত না হলেও ট্রাম্প যা করেছেন, তা কখনওই বিতর্কের ঊর্ধ্বে নয়। 

পাশাপাশি বাইডেন এ-ও বলেন, '(ক্যাপিটল হমলার) ঘটনা গভীর দুঃখের সঙ্গে মনে করিয়ে দেয়, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো এখনও ভঙ্গুর। তবে যে কোনও মূল্যে আমাদের তা রক্ষা করতে হবে। এজন্য আমাদের অনেক বেশি সতর্কও থাকতে হবে।'

আরও পড়ুন: তীব্র সমালোচিত ট্রাম্প অভিযোগ থেকে পেলেন মুক্তিও

.