Video: বিশ্বের উষ্ণতম স্থানে হড়পা বান! ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি এখন জলের তলায়
হাজার বছরে একবার! ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। ডেথ ভ্য়ালিতে আটকে পড়েছেন হাজারেরও বেশি মানুষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: এমন বৃষ্টি হাজার বছরে একবারই হয়! প্রকৃতির খামখেয়ালিপনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। হড়পা বানে এবার ডুবল ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। জাতীয় উদ্যান আপাতত বন্ধ। আটকে পড়েছেন হাজারেরও বেশি মানুষ।
এমনিতে বছরভর ছিঁটেফোঁটা বৃষ্টিও হয় না। উষ্ণতম তো বটেই, বিশ্বের শুষ্কতম হিসেবেও স্থান পরিচিত ক্যালিফোর্নিয়ার এই ডেথ ভ্যালি। সেই ডেথ ভ্যালিতেও এবার বন্যা! হড়পা বানে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা উপত্যকা। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট, জাতীয় উদ্যানের সদর দফতরের কাছে কর্মী ও পর্যটকদের ৬০টিরও বেশ গাড়়ি এখন ধ্বংসাবশেষ নিচে। পরিস্থিতি এমনই যে, সাময়িকভাবে জাতীয় উদ্য়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এখন ঠিক কী অবস্থা বিশ্বের উষ্ণতম ও শুষ্কতম স্থানের? বন্যা কবলিত ডেথ ভ্যালির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জন শিরলিন নামে এক মার্কিন প্রকৃতিপ্রেমী।
Major flash flooding in Death Valley National Park this morning. Approximately two dozen vehicles trapped in mud and rock debris at the Inn at Death Valley. Took nearly 6 hours to get out. #cawx #stormhour pic.twitter.com/3rDFUgY7ws
— John Sirlin (@SirlinJohn) August 5, 2022
ভয়াবহ বৃষ্টি চলছে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রেই। পূর্ব কেন্টাকিতে প্রবল বন্য়ায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ জন। রেহাই পায়নি ৬ শিশুও। হেলিকপ্টার ও নৌকা সাহায্যে চলছে উদ্ধারকাজ। এর আগে, আছড়ে পড়েছিল একের পর এক টর্নেডো! মৃত্যু হয়েছিল ৮০ জনে। কেন্টাকির এই বন্যাকে ইতিমধ্যেই 'জাতীয় বিপর্যয়' ঘোষণা করেছে প্রশাসন।
আরও পড়ুন: Bangladesh: লিবিয়ায় গিয়ে ভয়ঙ্করকাণ্ড, মুক্তিপণ চেয়ে নির্মম অত্যাচার বাঙালি শ্রমিকের উপরে
ফ্রাঙ্কফোর্ট থেকে দক্ষিণ-পূর্বে ১৬০ কিলোমিটার দূরে ছোট্ট শহর জ্যাকসন। এই শহরে থাকেন মোটে ২২০০ জন। সেই শহর এখন জলের তলায়। প্রবল বৃষ্টিতে পথঘাট ডুবেছে পাকিস্তানের করাচিতেও। হাঁটু-জল ভেঙে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। বন্ধ স্কুল-কলেজ, অফিস। বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বালুচিস্তান। হড়পা বান ও বৃষ্টি মৃত্যু হয়েছে ১২৭ জনের।