Covid 4th wave: ফের করোনার মরণকামড়? ২৬ শহরে লকডাউন! ঘরবন্দি কোটি কোটি মানুষ!

লকডাউন জিডিপি গ্রোথ-এর উপরও প্রভাব ফেলছে। প্রভাব পড়ছে অর্থনীতিতে। মার খাচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ৮টি প্রদেশে প্রায় দু'মাস ধরে স্কুল বন্ধ।

Updated By: May 4, 2022, 04:07 PM IST
Covid 4th wave: ফের করোনার মরণকামড়? ২৬ শহরে লকডাউন! ঘরবন্দি কোটি কোটি মানুষ!

নিজস্ব প্রতিবেদন: অনেক চেষ্টার পরেও করোনা সংক্রমণে লাগাম দিতে পারছে না চিন। তার প্রভাব পড়ল চিনের মে ডে উদযাপনেও। কেননা, ৭৩ বছরে প্রথমবার চিনে মে দিবস পালিত হল না।

সাংহাইতে চলছে কঠোর লকডাউন। বেজিংয়েও করোনা সংক্রমণ বাড়ছে। এপ্রিল মাসে চিনের প্রেসিডেন্ট জিনপিং বেশ কয়েকটি পাবলিক ইভেন্টে যোগ দিয়েছিলেন। তবে করোনা এবং লকডাউন সম্পর্কে কোনও বিবৃতি দেননি তখন। চিনে এই মুহূর্তে মোট ২৬টি শহরে লকডাউন চলছে। চিনের প্রশাসন ৭৫ লাখ সরকারি কর্মীকে পণ্য সরবরাহের কাজে লাগাচ্ছে।

লকডাউন চিনের জিডিপি গ্রোথ-এর উপরও প্রভাব ফেলছে। প্রভাব পড়ছে চিনের অর্থনীতিতে। মার খাচ্ছে চিনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। সাংহাই, বেজিং-সহ ৮টি প্রদেশে প্রায় দু'মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। ওমিক্রন ভাইরাসের জেরে সেখানে সংক্রমণ কমছেও না। চিন সরকার শিশুদের করোনা পরীক্ষার নির্দেশ জারি করেছে।

আরও পড়ুন: Floating City: জলের উপর আস্ত শহর! বিশ্বের প্রথম ফ্লোটিং সিটি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.