জলের ১৩০ মিটার গভীর বিয়ে করে বিশ্বরেকর্ড `জাপানিজ ওয়াইফ`-এর

একেই বলে হয়তো ডুবে ডুবে জল খাওয়া। না, ঠিক তা নয়। বলা ভাল ডুবে ডুবে বিয়ে করে। কিংবা অতল গভীরে জলকে সাক্ষী রেখে সাতপাকা বাধা পড়া। সে যে ভাবেই বলা হোক এক কাণ্ড ঘটালেন বটে `জাপানিজ ওয়াইফ` আর তার স্বামী।

Updated By: Feb 2, 2014, 03:47 PM IST

একেই বলে হয়তো ডুবে ডুবে জল খাওয়া। না, ঠিক তা নয়। বলা ভাল ডুবে ডুবে বিয়ে করে। কিংবা অতল গভীরে জলকে সাক্ষী রেখে সাতপাকা বাধা পড়া। সে যে ভাবেই বলা হোক এক কাণ্ড ঘটালেন বটে `জাপানিজ ওয়াইফ` আর তার স্বামী।

ভালবাসার গভীরতা কতটা থাকে তা মাপার যন্ত্র না থাকায় আফশোস ছিল। কিন্তু ভালোবাসার জন্য জলের অনেকটা গভীরে গিয়ে প্রমাণ করলেন প্রেমের গভীরতা। ব্যাপরটা আর কিছুই না। বাকিরা যে কথা শুনলে আঁতকে উঠবে সটাই। বিয়ের গাউন, শার্ট পরে একেবারে জলের ১৩০ মিটার তলায় গিয়ে বিয়ে করলেন হিরোয়ুকি ইয়োশিদা এবং আমেরিকার সান্ড্রা স্মিথ। স্বামী-স্ত্রী দু জনেই ডাইভিং প্রশিক্ষক। স্বামী জাপানের লোক, আর স্ত্রী মার্কিন। দুজনের ভালবাসার মূলে ছিল জল। সেই জলকেই সম্মান জানিয়েই নতুন বিশ্বরেকর্ড গড়ে বিয়ে সারলেন ইয়োশিদা-সান্ড্রা।

তাইল্যান্ডের ট্রাং এ অবস্থিত সং হং লেকের নিচে এক প্রাকৃতিক গুহায় জলের প্রায় ৪২৭ ফুট বা ১৩০ মিটার নিচে বিয়ের আয়োজন সম্পন্ন করলেন এই দম্পতি। জলের এত গভীরে এর আগে কেউ বিয়ে করেননি।

সান্ড্রাই প্রথম হিরোয়ুকিকে এভাবে বিয়ের প্রস্তাব দিয়ে ছিলেন। বলেছিলেন, "জাপানিজ ওয়াইফ হওয়ার আগে তোমার কাছে একটা উপহার চাইব।"

.