চিকিত্সায় COVID-19 আক্রান্ত রোগীর উপসর্গ না থাকলেও ভেতরে থাকতে পারে সংক্রমণ!

গবেষণায় দেখা গিয়েছে নতুন করে যেসব উপসর্গ দেখা গিয়েছে তাদের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট

Updated By: Mar 28, 2020, 04:33 PM IST
চিকিত্সায় COVID-19 আক্রান্ত রোগীর উপসর্গ না থাকলেও ভেতরে থাকতে পারে সংক্রমণ!

নিজস্ব প্রতিবেদন: করোনা নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের জার্নাল অব রেস্পিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এ এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বিশেষজ্ঞদের দাবি, নোভেল করোনার উপসর্গ চলে যাওয়ার পরও সংক্রমণ থাকতে পারে।

আরও পড়ুন-তেহট্টর করোনা আক্রান্তদের অ্যাম্বুল্যান্স যাবে শুনেই চরম আতঙ্ক, নিমেষে সুনসান এলাকা

গবেষকরা জানিয়েছেন, তাঁরা যেসব রোগীদের চিকিত্সা করেছিলেন তাদের উপসর্গ চলে যাওয়ার ৮ দিন পরও তা ফের দেখা গিয়েছে। বেইজিংয়ের পিএলএ জেনারেল হাসপাতালে ১৬ জন করোনা আক্রান্ত রোগীর চিকিত্সা করা হয়েছিল। গত ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের চিকিত্সা হয়। শেষপর্যন্ত কোভিড-১৯ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ওই গবেষণার সঙ্গে জড়িত ভারতীয় বংশোদ্ভূত ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক লোকেশ শর্মা। গবেষণায় বলা হয়েছে, ওই সব রোগীদের ছেড়ে দেওয়ার পর একদিন অন্তর তাঁদের লালা পরীক্ষা করা হয়। এদের মধ্যে অর্ধেকের দেহে ফের ভাইরাসের অস্তিত্ব মেলে।

আরও পড়ুন-কেরলের মুহসিন আসলে IS জঙ্গি! কাবুল হামলায় নাম জড়াল ভারতের

গবেষণায় দেখা গিয়েছে নতুন করে যেসব উপসর্গ দেখা গিয়েছে তাদের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট। গবেষকরা লক্ষ্য করেছেন এক রোগীর দেহে ৮ দিন পরেও ভাইরাসের লক্ষণ প্রকাশ পেয়েছে।

চিনের পিএলএ জেনারেল হাসপাতালের গবেষক লিক্সিন সি জানিয়েছেন, কোভিড-১৯ আক্রান্ত কোনও ব্যক্তির দেহে করোনার উপসর্গ দেখা দিলে ঘরেই থাকুন। বাইরে বের হবেন না। এরকম হলে কমপক্ষে ২ সপ্তাহ ঘরে থাকতে হবে। কোনও রোগী কোভিড মুক্ত হলেও বিপজ্জনক  হতে পারেন।

.