জাপানের দম্পতির সন্তান চড়ুই পাখি

কড়িকাঠের ঘুলঘলিতে দেখা মিলত।  এখন হদিস পাওয়াই ভার। চড়ুই পাখির কথা বলছি।  আমার আপনার সঙ্গে চড়ুইয়ের দেখা সাক্ষাত্‍ এখন প্রায় হয় না বললেই চলে। কিন্তু এমন একজন আছেন-যাঁকে সঙ্গ ছাড়া করেনা চড়ুই পাখি। 

Updated By: Jun 21, 2016, 11:03 AM IST
জাপানের দম্পতির সন্তান চড়ুই পাখি

ব্যুরো: কড়িকাঠের ঘুলঘলিতে দেখা মিলত।  এখন হদিস পাওয়াই ভার। চড়ুই পাখির কথা বলছি।  আমার আপনার সঙ্গে চড়ুইয়ের দেখা সাক্ষাত্‍ এখন প্রায় হয় না বললেই চলে। কিন্তু এমন একজন আছেন-যাঁকে সঙ্গ ছাড়া করেনা চড়ুই পাখি। 

দেবেন্দ্রনাথ ঠাকুর।  নামের আগে তখন জুড়েছে মহর্ষি । তিনি দেরাদুনে, নির্জনে পর্বতের চরম অসীমতায় খুঁজে নিচ্ছেন জীবনের ঘ্রাণ। নিস্তব্ধতার সেই সময়ে মহর্ষির প্রতি চরম বিশ্বাসে পাখিরাও তাঁর গায়ে বসতে ভয় পেত না। বহুদিনের সেই গল্প কথা জাপানের এই দম্পতির দৌলতে ফের চাক্ষুস হল।

জাপানের এই দম্পতির বাড়িতে থাকেন ইনিও। সন্তানের মতই। এখনও পর্যন্ত ৪৮ ধরণের চড়ুই পাখির কথা জানা গেছে। জানা গেছে নব্য প্রযুক্তির জেরে ক্রমশ হারিয়ে যেতে বসেছে চড়ুই প্রজাতিটিই। এবার জানা গেলে মানুষ-চড়ুইয়ের বন্ধুত্বের কথা।

.