Climate change: গরমের জেরে ক্রমশ ছোট হচ্ছে পাখিদের আকৃতি!

গবেষণা বলছে, আকৃতি সামান্য হ্রাস পেলে প্রাণীরা তুলনামূলক ভাবে শীতল থাকে।

Updated By: Nov 13, 2021, 08:16 PM IST
Climate change: গরমের জেরে ক্রমশ ছোট হচ্ছে পাখিদের আকৃতি!

নিজস্ব প্রতিবেদন: ক্লাইমেট চেঞ্জ নানা আশ্চর্য কাণ্ড করে দেখাচ্ছে। যা আদতে অবশ্য ক্ষতিই করছে প্রকৃতির। যেমন দীর্ঘ গবেষণার পরে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, পাখির আকার-আকৃতি ক্রমশ কমছে। 

বিশ্ব উষ্ণায়নের সঙ্গে মোটেই খাপ খাওয়াতে পারছে না এক শ্রেণির পাখির দল। গরম ও শুষ্ক পরিবেশ পাখিদের কাছে স্ট্রেসফুল হয়ে উঠছে বলেই ধারণা একদল গবেষকের।

আরও পড়ুন: New Dinosaur Species: পাওয়া গেল বেশি দাঁতের, লম্বা নাকের 'নতুন' ডাইনোসর!

তাঁরা ব্যাখ্যা করছেন-- শরীরের আকার বড় থাকলে, যেমন পাখিদের ক্ষেত্রে ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখিদের শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। এনার্জি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে। 

এই বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিন দিন তাদের আকার আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের। সমস্ত গবেষণাটাই করা হয়েছে আমাজনের রেইনফরেস্টের এক অংশের পাখিদের উপর।      

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Lost Moon: 'চাঁদের টুকরো' উড়ে বেড়াচ্ছে পৃথিবীর খুব কাছেই

.