টুইটার ও ফেসবুকে অ্যাকাউন্ট খুলল সিআইএ
টুইটার আর ফেসবুকে অ্যাকাউন্ট খুলল মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ। সিআইএ-এর সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণ ইতিমধ্যেই অনলাইন বিতর্কের জন্মদিয়েছে। অন্যদিকে টুইটারে অ্যাকাউন্ট খোলার ৯ ঘণ্টার মধ্যেই সিআইএ-এর ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ছাড়িয়েছে।
টুইটার আর ফেসবুকে অ্যাকাউন্ট খুলল মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ। সিআইএ-এর সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণ ইতিমধ্যেই অনলাইন বিতর্কের জন্মদিয়েছে। অন্যদিকে টুইটারে অ্যাকাউন্ট খোলার ৯ ঘণ্টার মধ্যেই সিআইএ-এর ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ছাড়িয়েছে।
``এটা আমাদের প্রথম টুইট কিনা তা আমরা স্বীকারও করছি না, অস্বীকারও করছি না।`` গুপ্তচর সংস্থাটির এই মজাদার প্রথম টুইটটি ২ লক্ষ বারেরও বেশি রিটুইট করা হয়েছে। প্রথম টুইট করার ৭ ঘণ্টা পর সবাইকে ধন্যবাদ দিয়ে দ্বিতীয় টুইটটি করা হয় সিআইএ-এর পক্ষ থেকে।
ফেসবুকেও ইতিমধ্যে সিআইএ-এর অফিসিয়াল পেজে লাইকের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।
We can neither confirm nor deny that this is our first tweet.
— CIA (@CIA) June 6, 2014
Thank you for the @Twitter welcome! We look forward to sharing great #unclassified content with you.
— CIA (@CIA) June 7, 2014