৪৫৮ জন যাত্রীকে নিয়ে চিনের ইয়াংসিকিয়াং নদীতে ডুবে গেল জাহাজ, মৃত অন্তত ১০০

সোমবার মধ্যরাতে দক্ষিণ পশ্চিম চিনের ইয়াংসিকিয়াং নদীতে জাহাজ ডুবি হয়ে প্রাণ হারালেন শতাধিক মানুষ।

Updated By: Jun 2, 2015, 04:50 PM IST
৪৫৮ জন যাত্রীকে নিয়ে চিনের ইয়াংসিকিয়াং নদীতে ডুবে গেল জাহাজ, মৃত অন্তত ১০০

ওয়েব ডেস্ক: সোমবার মধ্যরাতে দক্ষিণ পশ্চিম চিনের ইয়াংসিকিয়াং নদীতে জাহাজ ডুবি হয়ে প্রাণ হারালেন শতাধিক মানুষ।

ঝোড়ো হাওয়া আর এলোমেলো বড় ঢেউয়ের জেরে ব্যহত হচ্ছে উদ্ধার কার্য। এখনও ওই জাহাজে আটকে রয়েছেন বেশ কিছু যাত্রী। ৪৫৮জনকে  নিয়ে জাহাজটি নানজিং থেকে চংকিংয়ের দিকে যাচ্ছিল।

যাত্রীদের মধ্যে বেশ কিছু বয়স্ক মানুষ ছিলেন। সাংঘাই ভ্রমণের উদ্দেশ্যে তাঁরা জাহাজে চেপে নদী পাড় হচ্ছিলেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত মাত্র ১০জনকে উদ্ধার করা গেছে। উদ্ধার হয়েছেন জাহাজটির ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ার।

জাহাজটিত্র ৪০৬ জন যাত্রী, পাঁচ জন ট্রাভেল এজেন্সি ট্যুর গাইড ও ৪৭জন ক্রিউ মেম্বার ছিলেন।

হাজারেরও বেশি সশস্ত্র পুলিস আধিকারিক ও ৪০টি নৌকা উদ্ধারকার্যে ব্যস্ত।

জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন মাঝ নদীতে একটি সাইক্লোনে আক্রান্ত হওয়ার এক, দু'মিনিটের মাথায় জাহাজটি ডুবে যায়।

ইয়াংসিকিয়াং শুধু চিন নয়, সমগ্র এশিয়ার দীর্ঘতম নদী। বড় বড় জাহাজ ও ট্রলারের নিত্য যাতায়াত চলে এই নদী দিয়ে।  

 

 

 

 

.