গাড়িতে ঝাঁপিয়ে মহিলাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল সিংহ
লায়ন পার্কে ওরা গিয়েছিল অ্যাডভেঞ্চার সফরে। কিন্তু শেষ অবধি সেই অ্যাডভেঞ্চার সফরই কাল হল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এক লায়ন পার্কে মহিলা পর্যটককে মেরে ফেলল এক সিংহ। গাড়িতে করে এক বন্ধুর সঙ্গে লায়ন পার্কে ঘুরছিলেন বছর ৪০-এর সেই মহিলা। অনেকক্ষণ ঘোরার পর তারা তাদের একটা গাছের নিচে দাঁড় করান।
ওয়েব ডেস্ক: লায়ন পার্কে ওরা গিয়েছিল অ্যাডভেঞ্চার সফরে। কিন্তু শেষ অবধি সেই অ্যাডভেঞ্চার সফরই কাল হল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এক লায়ন পার্কে মহিলা পর্যটককে মেরে ফেলল এক সিংহ। গাড়িতে করে এক বন্ধুর সঙ্গে লায়ন পার্কে ঘুরছিলেন বছর ৪০-এর সেই মহিলা। অনেকক্ষণ ঘোরার পর তারা তাদের একটা গাছের নিচে দাঁড় করান।
গাড়ির দরজা খোলা রেখেই দুজনে ছবি তুলতে থাকেন। হঠাত্ই একটা সিংহ গাড়ির খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে মহিলাকে তুলে নিয়ে যান। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করেন পার্কের কর্মীরা। সিংহের হানায় গাড়ির ড্রাইভারও গুরুতর জখম হন।