চিনের জিনজিয়াং প্রদেশে নিষিদ্ধ হল রামজানের উপবাশ

মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে স্কুল ও সরকারি দফতর গুলিতে রামজানের উপবাসে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার।

Updated By: Jul 3, 2014, 10:28 AM IST

মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে স্কুল ও সরকারি দফতর গুলিতে রামজানের উপবাসে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার।

স্কুল ও সরকারি দফতরের ওয়েবসাইটের মাধ্যমে সরকারের তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে ``সরকারি কর্মচারি ও ছাত্র-ছাত্রীরা কোনও রকম উপবাস বা ধর্মীয় আচার-আচারণে অংশ গ্রহণ করতে পারবেন না।``

চিন কম্যুউনিস্ট পার্টি ও জিনজিয়াং-এর স্থানীয় প্রশাসন কোনও রকম বড় ধর্মীয় প্রার্থনা সভা বা ধর্মীয় জমায়েতের বিরুদ্ধেও প্রচার শুরু করেছে। তারা দাবি করেছেন এর ফলে দেশে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা বৃদ্ধি পাবে।

যদিও স্কুল ও সরকারি দফতরের কর্মচারীদের রামজান উপবাশে নিষেধাজ্ঞার পিছনে তারা স্বাস্থ্যকেই কারণ হিসাবে খাড়া করেছেন।

.