প্রোজেরিয়ায় আক্রান্ত মেয়ের স্বপ্নপূরণের টাকা চুরি করে ছুটি কাটিয়ে এলেন বাবা
বিরল রোগে আক্রান্ত ১১ বছরের মেয়ে। হাচকিনসন-গিল্ডফোর্ড প্রোজেরিয়ায় আক্রান্ত সে। আয়ু বড়জোর ১৫ বছর। তাই স্বপ্নপূরণে আমেরিকায় ডলফিনদের সঙ্গে সাংতার কাটতে তাকে ৩,৫০০ পাউন্ড দিয়েছিল সাসেক্স ব্রিটিশ মোটরসাইকেল ওনার্স ক্লাব। কিন্তু মেয়ের সেই টাকা চুরি করে টেস্কো বেড়াতে গিয়ে খরচ করে ফেলছে স্বার্থলোভী বাবা ৪৪ বছরের অলবি।
বিরল রোগে আক্রান্ত ১১ বছরের মেয়ে। হাচকিনসন-গিল্ডফোর্ড প্রোজেরিয়ায় আক্রান্ত সে। আয়ু বড়জোর ১৫ বছর। তাই স্বপ্নপূরণে আমেরিকায় ডলফিনদের সঙ্গে সাংতার কাটতে তাকে ৩,৫০০ পাউন্ড দিয়েছিল সাসেক্স ব্রিটিশ মোটরসাইকেল ওনার্স ক্লাব। কিন্তু মেয়ের সেই টাকা চুরি করে টেস্কো বেড়াতে গিয়ে খরচ করে ফেলছে স্বার্থলোভী বাবা ৪৪ বছরের অলবি।
ব্রিটিশ সমাজসেবী সংস্থাকে ২০১০ সালে অলবি বলেন মেয়ে অশান্তির চেক তার নামে দিতে। তিনি জানান অশান্তির মা অসুস্থ। এর দুমাস পর যখন ওই সংস্থার অনুষ্ঠানে মায়ের সঙ্গে অশান্তি যায় তখনই সত্যি সামনে আসে তাদের। অশান্তির মা জানিয়েছেন, "মেয়ের টাকা চুরি করে নিয়েছে জেনে আমি ভিতর থেকে ভেঙে পড়েছি একদম। অশান্তির কাছে এটা খুব অপমানজনকও।"
ব্রিটিশ সংস্থার থেকে জানানো হয়েছে, "খুবই বিরক্তিকর ঘটনা। আমরা কোনওভাবেই সন্দেহ করিনি অলবিকে।"