বিস্ফোরণে কাঁপল কায়রোর ইতালিয়ান দূতাবাস, মৃত অন্তত ১

বিস্ফোরণে কেঁপে উঠল কায়রো। আজ সকাল ৬টা ১৫ নাগাদ তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় কায়রোর ইতালিয়ান দূতাবাসের সামনে। দূতাবাসের  সামনে গাড়ি বোমা বিস্ফোরণের খবর মিলেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে দূতাবাস ভবন। বিস্ফোরণের পর ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। নিহত অন্তত ১। আহত হয়েছেন ৫ জন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি।  

Updated By: Jul 11, 2015, 03:15 PM IST
বিস্ফোরণে কাঁপল কায়রোর ইতালিয়ান দূতাবাস, মৃত অন্তত ১

ওয়েব ডেস্ক: বিস্ফোরণে কেঁপে উঠল কায়রো। আজ সকাল ৬টা ১৫ নাগাদ তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় কায়রোর ইতালিয়ান দূতাবাসের সামনে। দূতাবাসের  সামনে গাড়ি বোমা বিস্ফোরণের খবর মিলেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে দূতাবাস ভবন। বিস্ফোরণের পর ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। নিহত অন্তত ১। আহত হয়েছেন ৫ জন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি।  

মিশরে গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনও বিদেশী কূটনৈতিক দফতরের সামনে হামলা হল।

বিস্ফোরণস্থলের কাছেই রয়েছে হাইকোর্ট, স্কুল এবং সংবাদমাধ্যমের অফিস। প্রেসিডেন্ট মহম্মদ মুরসির অপসারণের পর থেকেই সিনাই অববাহিকায় মিশরের সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে। মুরসির প্রাণদণ্ডের আদেশের পর নাশকতার মাত্রা আরও বেড়েছে।    

.