৩০০ যাত্রী নিয়ে লঞ্চ ডুবি পদ্মায়

বাংলাদেশে পদ্মানদীতে তিনশো জন যাত্রী সহ ডুবে গেল একটি লঞ্চ। আজ দেশের দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল লঞ্চটি। পদ্মানদী পার হওয়ার সময়  মুন্সিগঞ্জের লৌহজংয়ের কাছে ডুবে যায় লঞ্চটি। এখনও পর্যন্ত ১৫ জনের দেহ উদ্ধার হয়েছে।

Updated By: Aug 4, 2014, 01:11 PM IST

ব্যুরো রিপোর্ট: বাংলাদেশে পদ্মানদীতে তিনশো জন যাত্রী সহ ডুবে গেল একটি লঞ্চ। আজ দেশের দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল লঞ্চটি। পদ্মানদী পার হওয়ার সময়  মুন্সিগঞ্জের লৌহজংয়ের কাছে ডুবে যায় লঞ্চটি। এখনও পর্যন্ত ১৫ জনের দেহ উদ্ধার হয়েছে।
 
স্থানীয় পুলিস জানায়, সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার সময় নদীর লৌহজং টার্নিং পয়েন্টে পিনাক-৬ নামে লঞ্চটি ডুবে যায়। উদ্ধার অভিযানে র‌্যাব হেলিকপ্টার ও ডুবুরি পাঠানো হয়েছে।

এর আগে গত ৩১ জুলাই সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবে আট জনের মৃত্যু হয়। তার দুই দিন আগেই কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌভ্রমণে গিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় ১১ জনের।

.