স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত পোপ দ্বিতীয় বেনেডিক্টের
শারীরিক অসুস্থতার জন্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রোমের বিশপ, পোপ দ্বিতীয় বেনেডিক্ট। ভ্যাটিকান সূত্রে খবর চলতি মাসের শেষ দিন অর্থাৎ ২৮ তারিখ সরকারি ভাবে পদত্যাগ করবেন তিনি।
শারীরিক অসুস্থতার জন্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রোমের বিশপ, পোপ দ্বিতীয় বেনেডিক্ট। ভ্যাটিকান সূত্রে খবর চলতি মাসের শেষ দিন অর্থাৎ ২৮ তারিখ সরকারি ভাবে পদত্যাগ করবেন তিনি।
খ্রীষ্ট ধর্মের অধুনা প্রধান ৮৫ বছরের দ্বিতীয় বেনেডিক্ট জানিয়েছেন তাঁর বর্তমান শারীরিক অবস্থার কারণে তিনি তাঁর দায়িত্ব আর যথাযথ পালন করতে পারছেন না। তাই স্বইচ্ছায় সম্পূর্ণ স্বাধীনভাবে তিনি পোপের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, মধ্যযুগের পর থেকে তিনিই প্রথম পোপ যিনি নিজেই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। ভ্যাটিকানের মূখপাত্র জানিয়েছেন নতুন পোপ নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত আপাতত শূন্যই থাকবে দ্বিতীয় বেনেডিক্টের অফিস।