বছরের শুরুতেই নতুন চ্যালেঞ্জ ওবামার

মার্কিন কংগ্রেসের মতবিরোধ এড়িয়েই মধ্যবিত্তের উন্নয়নের আশ্বাস দিলেন বারাক ওবামা। জোর দিলেন আর্থিক বৈষম্য দূর করার ওপর। এজন্য নতুন আইন প্রণয়ন না করে প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতাকেই তিনি ব্যবহার করতে চান।

Updated By: Jan 29, 2014, 10:21 AM IST

মার্কিন কংগ্রেসের মতবিরোধ এড়িয়েই মধ্যবিত্তের উন্নয়নের আশ্বাস দিলেন বারাক ওবামা। জোর দিলেন আর্থিক বৈষম্য দূর করার ওপর। এজন্য নতুন আইন প্রণয়ন না করে প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতাকেই তিনি ব্যবহার করতে চান।

বার্ষিক স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় সেই ক্ষমতা ব্যবহার করেই শ্রমিকদের ন্যূনতম মজুরি দশ ডলার বাড়ানোর ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। বিরোধী রিপাব্লিকানদের চাপে বারাক ওবামার বহু প্রচারিত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি আটকে রয়েছে মার্কিন কংগ্রেসে। যার জেরে গত বছর বেনজির শাট ডাউনের সাক্ষী থেকেছে মার্কিন প্রশাসন। নতুন বছরে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করাই তাই এখন বড় চ্যালেঞ্জ ওবামার কাছে।

.