জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন, প্রস্তুতি তুঙ্গে হাসিনা-খালেদার

জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন। লড়াইয়ের ময়দানে যুযুধান দুই পক্ষ আওয়ামি লিগ ও বিএনপি। নির্বাচন নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে বাংলাদেশে। রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল বাংলাদেশ। শাহবাগ আন্দোলনের রেশ এখনও ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বিচার চলছে একাত্তরের যুদ্ধ অপরাধীদের। ঠিক এই সময়ে দাঁড়িয়ে সাধারণ নির্বাচন বাংলাদেশে।

Updated By: Sep 5, 2013, 09:51 AM IST

জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন। লড়াইয়ের ময়দানে যুযুধান দুই পক্ষ আওয়ামি লিগ ও বিএনপি। নির্বাচন নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে বাংলাদেশে। রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল বাংলাদেশ। শাহবাগ আন্দোলনের রেশ এখনও ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বিচার চলছে একাত্তরের যুদ্ধ অপরাধীদের। ঠিক এই সময়ে দাঁড়িয়ে সাধারণ নির্বাচন বাংলাদেশে।
লড়াইয়ের ময়দানে মুখোমুখি বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেত্রী বেগম খালেদা জিয়া ও আওয়ামি লিগ নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাতে ই ইসলামির সঙ্গে বিএনপির সম্পর্ক এই মুহূর্তে ভোটের লড়াইয়ে খালেদা জিয়াকে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
 
তবে, দেশে কি আদৌ অবাধ শান্তিপূর্ণ ভোট সম্ভব হবে?  তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েই গিয়েছে।
 
ভোটের আগে সরকার পরিচালনার দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার। ভোটের পরে নতুন সরকার গঠিত হলে যুদ্ধঅপরাধীদের বিচার একই ভাবে চলবে কি না সেই প্রশ্নই এখন বাংলাদেশের মানুষের মনে।

.