Bangladesh: জ্বলছে বদলের বাংলাদেশ! পড়ুয়া সংঘর্ষে রণক্ষেত্র রাতের ঢাকা...
বাংলাদেশ সেনাবাহিনী আসার পর দু’পক্ষের মাঝে অবস্থান নেয় এবং সংঘর্ষ থামানোর চেষ্টা শুরু করে। কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি।
সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: রাজধানী ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই এবার ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে রাত ১১টা থেকে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। এবং রাত ২টা ১৬ মিনিট পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রথম তাদের ওপর হামলা করেছে। এমন খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জড়ো হতে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষের খবরে পুলিশ এলেও দুপক্ষের তোপের মুখে তারা চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আসার পর দু’পক্ষের মাঝে অবস্থান নেয় এবং সংঘর্ষ থামানোর চেষ্টা শুরু করে।
এ ঘটনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। তবে কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি। এদিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গাজী শামিমুর রহমান জি মিডিয়াকে জানান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ও ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে কি নিয়ে সংর্ঘষের সূত্রপাত এ ব্যাপারে কিছু বলতে পারেননি ওসি।
ঢাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উসমানী হলের শিক্ষার্থী শাফিন জি মিডিয়াকে বলেন, লতিফ ও আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংর্ঘষের রূপ নেয়। পরে দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। পরিস্হিতি শান্ত না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন, UK: ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত ব্রিটেন; রাস্তায় বরফের পাহাড়, বাতিল বহু উড়ান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)