ইউনিভার্সিটিতে ছুরি হাতে এলোপাথাড়ি হামলা চালালো ১৮ বছরের পড়ুয়া
আমেরিকার ওহাও ইউনিভার্সিটিতে পড়ুয়ার হামলা।আরও একবার শিক্ষার আঙিনায় এরকম হামলা আমেরিকাতে। সূত্রের খবর, জখম এগারো স্কুল পড়ুয়া। পুলিস জানিয়েছে, গাড়িতে করে এক স্কুল পড়ুয়া হঠাত্ইর ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয়ে। তারপর কাউকে কিছু বুঝে ওঠার সূযোগ না দিয়েই ছুরি হাতে এলোপাথাড়ি হামলা চালাতে শুরু করে। খবর পেয়েই চলে আসে পুলিস।
ওয়েব ডেস্ক: আমেরিকার ওহাও ইউনিভার্সিটিতে পড়ুয়ার হামলা।আরও একবার শিক্ষার আঙিনায় এরকম হামলা আমেরিকাতে। সূত্রের খবর, জখম এগারো স্কুল পড়ুয়া। পুলিস জানিয়েছে, গাড়িতে করে এক স্কুল পড়ুয়া হঠাত্ইর ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয়ে। তারপর কাউকে কিছু বুঝে ওঠার সূযোগ না দিয়েই ছুরি হাতে এলোপাথাড়ি হামলা চালাতে শুরু করে। খবর পেয়েই চলে আসে পুলিস।
আরও পড়ুন ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের
এরপর পুলিসের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হানাদারের। হানাদারকে সনাক্ত করতে পেরেছে পুলিস। মৃতের নাম আবদুল আরতান। বছর আঠারোর ওই পড়ুয়া কলম্বাস স্টেট কমিউনিটি কলেজের কলা বিভাগের ছাত্র ছিল বলে জানা গেছে।